Advertisement
Advertisement
Supreme Court

‘প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করা হোক’, সমকামী বিবাহ নিয়ে সুপ্রিম কোর্টকে বার্তা মনোবিদদের

আগামী সপ্তাহেই সমকামী বিবাহ নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে।

Indian Psychiatric Society releases statement supporting same sex marriage ahead of Supreme Court hearing | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:April 10, 2023 4:39 pm
  • Updated:April 10, 2023 4:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ এপ্রিল সমকামী বিয়ে (Same Sex Marriage) মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তার আগেই শীর্ষ আদালতের উদ্দেশে একটি বিবৃতি দিল ইন্ডিয়ান সাইকায়াট্রিক সোসাইটি (Indian Psychiatric Society)। সমকামী বিবাহকে সমর্থন জানিয়ে এই সংগঠনের তরফে বলা হয়েছে, শীর্ষ আদালতের উচিত প্রত্যেক মানুষকে সমান ভাবে বিচার করা। বিয়ে, সন্তান পালনের মতো মৌলিক অধিকার থাকা উচিত প্রত্যেক ব্যক্তিরই। প্রসঙ্গত, সমকামী বিবাহ বৈধ কিনা সেই বিচার করতে মামলা চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court)।

ইন্ডিয়ান সাইকায়াট্রিক সোসাইটি বা আইপিসির অধীনে নথিভুক্ত রয়েছেন অন্তত ৭ হাজার মনোবিদ। সমকামিতাকে অপরাধের তকমা থেকে মুক্ত করার সময়েও সক্রিয় ভূমিকা নিয়েছিল এই সংগঠনটি। তাদের তরফে সাফ জানানো হয়, সমকামিতাকে কখনই অসুস্থ মানসিকতা হিসাবে ধরে নেওয়া উচিত নয়। প্রসঙ্গত, ২০১৮ সালে সুপ্রিম কোর্ট রায় দেয়, সমকামিতাকে অপরাধ হিসাবে গণ্য করা যাবে না। 

Advertisement

[আরও পড়ুন: বেহালায় চুড়িদারের দোকানে মিলল প্রচুর OMR শিট! সিবিআই তদন্তের দাবি বিজেপির]

এবার সমকামী বিবাহের অধিকার নিয়ে সরব হয়েছে আইপিসি। ব্রিটেন, আমেরিকা, নেদারল্যান্ডস ও তাইওয়ান-এই চারটি দেশের তথ্যের ভিত্তিতে একটি বিবৃতি জারি করেছে সংগঠনটি। এই চারটি দেশে সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “এলজিবিটিকিউ সম্প্রদায়কে অন্যদের মতোই সমান বিবেচনা করতে হবে। বিবাহ, সন্তান পালন, শিক্ষা, চাকরি, স্বাস্থ্য, সম্পত্তি- প্রত্যেকটি ক্ষেত্রেই সমানভাবে অংশ নিতে পারেন এই সম্প্রদায়ভুক্ত মানুষ। বরং এই সমস্ত মানুষদের দূরে ঠেলে দিলে তাঁরা মানসিকভাবে ভেঙে পড়তে পারেন।”

বেশ কিছু মহলের দাবি ছিল, সমকামী বিবাহকে স্বীকৃতি দিলে তারা নিজেদের পরিবার শুরু করবেন। সেক্ষেত্রে সমাজে মানিয়ে নিতে সমস্যায় পড়বে সেই পরিবারের সন্তানরা। সেই বিষয়টি মেনেও নিয়েছে আইপিসি। তবে সেই সমস্যা সমাধানের উপায়ও বাতলে দিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়েছে, “সমকামী পরিবারের সন্তানদের দিকে নজর রাখতে হবে। এই সন্তানরা যেন কোনওভাবে বৈষম্যের শিকার না হয়, সেই দায়িত্ব নিতে হবে সমাজকেই।” 

[আরও পড়ুন: ম্যাচের আগে রিঙ্কুকে কী বলেছিলেন যশ? ফাঁস দুই তারকার চ্যাট]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement