Advertisement
Advertisement

নীতীশের ডাকে পাটনায় বিরোধীদের বৈঠক, একমঞ্চে মমতা-রাহুল, কাঁটা AAP-কংগ্রেস সম্পর্ক

পাটনা জুড়ে পোস্টারের ছয়লাপ, মমতার ফর্মুলা নিয়ে আলোচনার সম্ভাবনা।

Indian Political Updates: Eyes on mega Opposition meet in Patna | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 23, 2023 9:19 am
  • Updated:June 23, 2023 11:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনে আছে ২০১১ সালের ভোটের আগে সেই ‘পরিবর্তন চাই’ ব্যানারটা? কলকাতার স্বনামধন্য মানুষদের মুখ। ডান বাম অতিবাম সবার এক সুর। এর পরই আলোড়ন পড়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সিপিএম বিরোধী আন্দোলনে। কতকটা তেমনই কংগ্রেসের দেওয়া একটি ফ্লেক্স পাটনা শহরজুড়ে চমক জাগিয়েছে। ২৪-এর ‘জয়প্রকাশ নারায়ণ’ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার খুশিতে ডগমগ। তাঁর ডাকে প্রায় সবাই হাজির পাটনায়।

রাহুল গান্ধী (Rahul Gandhi), মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার (Nitish Kumar), তেজস্বী যাদব, মেহেবুবা মুফতি, ফারুখ আবদুল্লাহ, এম কে স্ট্যালিন, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন, সীতারাম ইয়েচুরি, অখিলেশ যাদব, কে থাকছেন না বৈঠকে। সামান্য সংশয় অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) নিয়ে তৈরি হয়েছিল। তিনি বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়েছিলেন কংগ্রেস দিল্লি অর্ডিন্যান্স নিয়ে অবস্থান স্পষ্ট না করলে তাঁরা বৈঠকে আসবেন না। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, সংসদ অধিবেশনের আগে এ নিয়ে অবস্থান স্পষ্ট করবেন তাঁরা। শোনা যাচ্ছে শেষ মুহূর্তে কেজরিওয়ালও আসবেন।

Advertisement

[আরও পড়ুন: চলন্ত ট্রেনে ধর্ষণের চেষ্টা! বাধা দেওয়ায় ছুড়ে ফেলা হল তরুণী ও তাঁর আত্মীয়কে]

বিরোধীদের জোটের এমন বৈঠক আগেও হয়েছে। কিন্তু এবার বিজেপি বিরোধিতার তাগিদটাই যেন ভিন্ন। সোনিয়া, মমতা, লালু, নীতীশ, পাওয়ার, উদ্ধব, স্ট‌্যালিন, রাহুল, সীতারাম ইয়েচুরি, অখিলেশ, হেমন্ত, দীপঙ্কর কে নেই ব্যানারে। এমনকী, কেজরিওয়ালও। সবার নানা বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু মহাজোটের প্রশ্নে ঐক্যের মুখ। পোস্টারে অবস্থান করলেও একসুরে কি তাঁরা লোকসভা (Lok Sabha) ভোটে চলতে পারবেন? অতীতের অভিজ্ঞতা সুখকর নয়। এর উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। অন্যদিকে নবীন, মায়াবতী, কেসিআর, জগন্মোহন রেড্ডিদের অনুপস্থিতি চোখে পড়ছে, কিন্তু তাঁদের বিজেপির প্রতি সফট অবস্থান নতুন নয়।

[আরও পড়ুন: ৪০ থেকে ৪৫ শতাংশ পেনশন, চলতি বছরেই সরকারি কর্মীদের সুখবর দিতে পারে কেন্দ্র]

তদুপরি বৃহস্পতিবার বিকেলে পাটনা পৌঁছেই ঐক্যের সুরটা উসকে দিলেন সেই মমতাই। আবার বিজেপির বিরুদ্ধে ১:১-এর ডাক দিয়ে বললেন, “আমরা যৌথ পরিবার। সবাই এককাট্টা। বৈঠকে সবাই আলোচনা করবে। বিজেপির বিরুদ্ধে একসঙ্গে আমরা চলব।” বাংলায় কংগ্রেস সিপিএম-এর তৃণমূল বিরোধী লড়াই, তারপর জাতীয় স্তরে ঐক্য? সাংবাদিকদের দিক থেকে উড়ে এসেছিল প্রশ্নটা। মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ বলেন, “বৈঠকে যে নীতি তৈরি হবে, সকলে তা মেনে চলবে।” দীর্ঘদিন বাদে এক মঞ্চে আসছেন রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা নিজের প্রস্তাব দেবেন, রাহুলও বলবেন। ঐক্যমত্যের ভিত্তিতে আগামী দিনের নীতি তৈরি হবে, আশা বিরোধী শিবিরের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement