Advertisement
Advertisement

Breaking News

আফগানিস্তানে মার্কিন সেনার বোমা নিক্ষেপের প্রশংসায় ভারত

ভারত কেন পারবে না, প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের৷

Indian political fraternity hails U.S. MOAB bombing on ISIS caves in Afghanistan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 14, 2017 5:20 am
  • Updated:October 9, 2019 7:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে ইসলামিক স্টেট জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে নন-নিউক্লিয়ার বোমা ফেলার প্রশংসা করল ভারতীয় রাজনৈতিক মহল৷ বিজেপি, কংগ্রেস-একযোগে জঙ্গিদমন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সাহসিকতার প্রশংসা করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই৷ বৃহস্পতিবার আফগানিস্তানের নানগারহর প্রদেশের আচিন জেলায় এই ভয়াবহ বোমা হামলায় কেরল থেকে আইএস জঙ্গি দলে নাম লেখানো এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে৷

[মার্কিন সেনাই সর্বশক্তিমান, আফগানিস্তানে ‘মাদার অফ অল বম্বস’ ফেলে হুঙ্কার ট্রাম্পের]

বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী এদিন টুইট করে আফগানিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আমেরিকা ‘মাদার অফ অল বম্বস’ নিক্ষেপ করার প্রশংসা করেছেন৷ পাশাপাশি, ভারত সরকারকেও এই সাহসী পদক্ষেপ থেকে শিক্ষা নেওয়ার পরমার্শ দিয়েছে স্বামী৷ তিনি জানিয়েছেন, প্রয়োজনে সন্ত্রাস দমনে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে জোট করুক ভারত৷ কংগ্রেস নেতা মণিশ তিওয়ারিও আমেরিকার কড়া পদক্ষেপের প্রশংসা করেছেন৷ তিনি জানিয়েছেন, আমেরিকা যদি আইএস জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে পারে, ভারত কেন লস্কর, জৈশ-ই-মহম্মদ বা জামাত-ইল-দাওয়ার বিরুদ্ধে এরকম অভিযান চালাতে পারে না? সন্ত্রাসের কোনও ধর্ম বা জাতি থাকে না বলেও এদিন টুইট করেছেন এই কংগ্রেস নেতা৷

Advertisement

এর আগে গতকাল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনার ওই বোমা নিক্ষেপের ভূয়সী প্রশংসা করেন৷ মার্কিন সেনাকে দরজা সার্টিফিকেট দিয়ে তিনি বলেন, “দেশের সেনাবাহিনীর প্রতি আমি অসম্ভব গর্বিত৷ আমি তাঁদের পুরোপুরি স্বাধীনতা দিয়েছি৷” হোয়াইট হাউসের প্রেস সচিব সিন স্পাইসার বোমা নিক্ষেপের ঘটনা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, ইসলামিক স্টেট জঙ্গিদের ব্যবহৃত ঘাঁটি, অস্ত্রভাণ্ডার ও টানেল নেটওয়ার্ক সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে৷ তবে সাধারণ মানুষকে ওই বোমা হামলার আগেই এলাকা থেকে বের করে আনা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি৷ এতে ‘কোল্যাটেরাল ড্যামেজ’ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব৷

[ভিন গ্রহে থাকতে পারে প্রাণ, যুগান্তকারী ঘোষণা NASA-র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement