Advertisement
Advertisement

Breaking News

BrahMos

যুদ্ধের আবহে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ, আরও শক্তিশালী ভারতের নৌবাহিনী

সফল উৎক্ষেপণের কথা টুইট করে জানিয়েছে নৌবাহিনী।

Indian Navy successfully test BrahMos missile | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:March 5, 2022 5:50 pm
  • Updated:March 5, 2022 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) আবহে প্রতিরক্ষা গবেষণায় ফের বড়সড় সাফল্য পেল ভারত। ভারতীয় নৌসেনা (Indian Navy) শনিবার সফল উৎক্ষেপণ করল ব্রহ্মস ক্রুজ মিসাইলের (BrahMos Cruise Missile) দূরপাল্লার উন্নত সংস্করণের। এদিনের সফল পরীক্ষার কথা টুইট করে জানানো হয় নৌবাহিনীর তরফে।

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, নতুন ক্ষেপণাস্ত্রটিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তা কতটা কার্যকরী হয়েছে, তা দেখার জন্যই আজকের পরীক্ষা গুরুত্বপূর্ণ ছিল। এই পরীক্ষা সফল হয়েছে। এদিনের সফল উৎক্ষেপণের পর নৌসেনার তরফে টুইটে লেখা হয়, “দূরপাল্লার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ যে নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে, এদিনের পরীক্ষার পর তা নিশ্চিত করা গিয়েছে। যা আত্মনির্ভর ভারতের টুপিতে আরও একটি পালক।”

Advertisement

[আরও খবর: ছোট পোশাক পরার ‘অপরাধ’, ২ তরুণীকে জুতোপেটা মহিলার]

উল্লেখ্য, গত মাসেই আরও একটি নতুন প্রযুক্তির ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের (BrahMos supersonic cruise missile) সফল উৎক্ষেপণ করে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। ওড়িশার (Odisha) বালাসোর উপকূলে ওই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হয়। তার আগে আরও একটি ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল ভারতীয় নৌবাহিনী। যেটি সমুদ্রযুদ্ধে বিশেষ ভাবে কার্যকরী বলে জানা গিয়েছে। শত্রুপক্ষের সাবমেরিন বা জাহাজে নির্ভুল নিশানায় আক্রমণ করতে পারদর্শী ওই ক্ষেপণাস্ত্রটি।

প্রসঙ্গত, ভারতের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র এই ব্রহ্মস। ভারত ও রাশিয়ার (India and Russia) যৌথ উদ্যোগে প্রথমবার ২০০৫ সালে তৈরি হয় ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে। সম্প্রতি ফিলিপিনসের প্রতিরক্ষা মন্ত্রক ভারতের থেকে ব্রহ্মস কেনার জন্য চুক্তি করেছে।

আরও খবর: ‘মমতার ক্ষতি করতে চেয়েছিল বিজেপি’, বারাণসীর বিক্ষোভ নিয়ে কমিশনে অভিযোগ সপার]

ব্রহ্মসকে বিশ্বের অন্যতম সেরা সুপারসনিক ক্ষেপণাস্ত্র মনে করা হয়। যার নামকরণ করা হয়েছে ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদীর নামে। শব্দের তুলনায় প্রায় ৩ গুণ দ্রুত গতিতে ছুটে যাওয়া এই ক্ষেপণাস্ত্রটি শুধুমাত্র বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইলই নয়, এর উচ্চ গতির কারণে এটিকে ব়্যাডারও ধরতে অক্ষম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement