Advertisement
Advertisement

Breaking News

Indian Navy

খোদ জাহাজ থেকেই নিখোঁজ নৌসেনার নাবিক! শুরু তল্লাশি অভিযান

৫ দিন পরেও নাবিকের খোঁজ না মেলায় নৌসেনার অন্দরেই উঠছে প্রশ্ন।

Indian Navy Sailor missing from Ship.

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 3, 2024 4:00 pm
  • Updated:March 3, 2024 4:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনা জাহাজ থেকে নিখোঁজ ভারতীয় নৌসেনার (Indian Navy) এক নাবিক! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মুম্বইয়ে অবস্থিত দেশের পশ্চিম নৌসেনা বিভাগে (Western Naval Command)। দাবি করা হচ্ছে, গত ২৭ ফেব্রুয়ারি থেকে কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না সাহিল বর্মা (Sahil Verma) নামের ওই নৌসেনা জওয়ানের। দুর্ভাগ্যজনক এই ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসার পর ওই নাবিকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

দেশের পশ্চিম নৌসেনা বিভাগের তরফে জানানো হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি সেনার জাহাজ থেকে ওই নাবিক নিখোঁজ হন। তার পর থেকে এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। কীভাবে তিনি নিখোঁজ হলেন সে বিষয়েও কোনও তথ্য প্রকাশ্যে আনা হয়নি নৌসেনার তরফে।

Advertisement

[আরও পড়ুন: সন্তানের সামনেই বাবাকে সপাটে চড় ওলা চালকের! উঠল বয়কটের ডাক]

এবিষয়ে নৌসেনার এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, সাহিল বর্মা নামে ওই নাবিকের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে ইতিমধ্যেই। নৌসেনার জাহাজ ও বিমানের সাহায্যে বড় পরিসরে চলছে তল্লাশি। এছাড়া গোটা ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে মুম্বইয়ে অবস্থিত পশ্চিম নৌসেনা বিভাগ। তবে জাহাজ থেকে একজন নাবিক কীভাবে নিখোঁজ হয়ে গেলেন? এবং ঘটনার ৫ দিন পেরিয়ে যাওয়ার পরও কীভাবে এখনও তাঁর কোনও সন্ধান পাওয়া গেল না? এবিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নৌসেনার অন্দরেই।

 

[আরও পড়ুন: ছত্তিশগড়ের জঙ্গলে ধুন্ধুমার গুলির লড়াই, মৃত্যু পুলিশকর্মীর, খতম এক মাওবাদীও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement