Advertisement
Advertisement

Breaking News

Indian Navy

গোলামির চিহ্ন থেকে মুক্তি! নৌসেনার পতাকায় ব্রিটিশ আমলের প্রতীকের বদলে শিবাজীর ‘রাজমুদ্রা’

প্রধানমন্ত্রী মোদির হাত ধরেই নেভির নতুন পতাকার সূচনা হল।

Indian Navy flag gets rid of colonial St. George’s Cross | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 2, 2022 3:28 pm
  • Updated:September 2, 2022 3:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় নৌসেনার পতাকায় বদল। এবার থেকে নৌবাহিনীর (Indian Navy) পতাকায় আর দেখা যাবে না ব্রিটিশ আমলের চিহ্ন সেন্ট জর্জ ক্রস। বদলে ঠাঁই পেল মারাঠা বীর ছত্রপতি শিবাজির ‘রাজমুদ্রা’। শুক্রবার কোচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত দিয়েই নৌবাহিনীর এই নতুন পতাকার সূচনা হল। নৌসেনার নতুন পতাকার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, “ঔপনিবেশিকতার চিহ্ন থেকে মুক্তি পেল নৌসেনা।”


সেই ব্রিটিশ আমল থেকেই নৌসেনার পতাকায় শোভা পেত সেন্ট জর্জ ক্রস (Saint George Cross)। যা ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতীক বলেই মনে করেন অনেকে। আগের পতাকাটি ছিল সাদা রংয়ের। মাঝখানে লাল রং দিয়ে ‘ক্রস’টি আঁকা ছিল। ক্রসের একপাশের কোণে ছিল ভারতের তেরঙ্গা পতাকা। আর ক্রসের মাঝখানে ভারত সরকারের প্রতীক অশোকস্তম্ভ। নতুন পতাকায় জাতীয় পতাকাটি রয়েছে যথাস্থানে। তবে সেন্ট জর্জ ক্রসটি উধাও। তার বদলে পতাকার একটা বড় অংশ জুড়ে রয়েছে ছত্রপতি শিবাজি মহারাজের ‘রাজমুদ্রা’।

[আরও পড়ুন: TET দুর্নীতি মামলা: তদন্ত করবে সিবিআই-ই, রাজ্যের আবেদন খারিজ করে রায় হাই কোর্টের]

১৯৫০ সালের পর এই নিয়ে চারবার পতাকার রং বদলাল। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে ২০০১ সালে একবার সেন্ট জর্জ ক্রসও সরানো হয়েছিল। কিন্তু পরে ২০০৪ সালে নৌসেনার শীর্ষ আধিকারিকদের সুপারিশে সেটাকে পুনর্বহাল করা হয়। এবার স্থায়ীভাবে ‘গোলামি’র এই চিহ্ন থেকে মুক্তি পেল ভারত। এদিন নৌসেনার নতুন পতাকার সূচনা করে প্রধানমন্ত্রী বলেন,”অবশেষে গোলামির চিহ্ন থেকে মুক্ত হল দেশ। আমি ছত্রপতি শিবাজি মহারাজের রাজমুদ্রা নৌসেনার হাতে তুলে দিতে পারে গর্ব অনুভব করছি।”

[আরও পড়ুন: মুক্তিযুদ্ধে জেলে মোদি! কোনও তথ্যই নেই, জানাল খোদ প্রধানমন্ত্রীর দপ্তর]

এদিন কোচির ওই অনুষ্ঠান থেকেই ভারতীয় নৌসেনার হাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রণতরী আইএনএস বিক্রান্ত তুলে দেন মোদি। INS VIKRANT-এও নৌসেনার পুরনো পতাকার বদলে এই নতুন পতাকা থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement