তবে এই সহিষ্ণুতা-অসহিষ্ণুতা বিতর্কে যে আখেরে ভারতের সনাতন সংস্কৃতির ক্ষতি হচ্ছে, সেই ইঙ্গিতও মিলেছে আনসারির কথায়। সাংবাদিক করণ থাপরকে দেওয়া এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, তাঁর উদ্বেগের কথা তিনি প্রধানমন্ত্রী ও অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের জানিয়েছেন। কিন্তু তিনি ঠিক কী বলেছেন সেই বিষয়টি খোলসা করেননি। কারণ দর্শিয়ে তাঁর যুক্তি, সংবিধান মোতাবেক তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর কী কথা হয়েছে, সেটাকে প্রকাশ্যে আনা উচিত নয়। তিনি এও মনে করেন, পাক গুপ্তচর সংস্থা আইএসআই যে ভারতীয় মুসলিমদের প্রভাবিত করতে পারছে না। সে বিষয়েও জোরাল সওয়াল করেছেন বিদায়ী উপরাষ্ট্রপতি। তবে ভারতের মুসলিম সমাজ আজ খানিকটা আশঙ্কায় রয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এস রাধাকৃষ্ণণকে বাদ দিলে তিনিই একমাত্র উপরাষ্ট্রপতি যিনি দু’দফায় মেয়াদ শেষ করছেন। তিন তালাকের মতো সংবেদনশীল বিষয়ে মন্তব্য করেছেন তিনি। তিন তালাক প্রথাকে স্তব্ধ করতে আদালতের হস্তক্ষেপ নয়, বরং মুসলিম সমাজের অন্দর থেকেই আওয়াজ ওঠা উচিত বলে মনে করেন তিনি।
দেখুন বিদায়ী উপরাষ্ট্রপতির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.