Advertisement
Advertisement

Breaking News

এবার জাপানে বাজবে ভারতীয় মিলিটারি ব্যান্ডের সুর

পঞ্চাশ হাজারেরও বেশি জাপানবাসীর সামনে পারফর্ম করবেন ভারতীয় সেনারা৷

Indian Military Band is all set to perform at the Japan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 7, 2016 3:11 pm
  • Updated:November 7, 2016 3:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার জাপানে বাজবে ভারতীয় মিলিটারি ব্যান্ডের সুর৷ ঢক্কানিনাদের এই খবর ভারতীয়দের কাছে বেশ সুখকর৷ গর্বেরও বটে৷ ঐতিহ্যবাহী জাপানি মার্চিং ফেস্টিভ্যালে পারফর্ম করবে ভারতীয় মিলিটারি ব্যান্ড৷

১৯৬৩ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয় জাপানিজ সেলফ ডিফেন্স ফোর্সেস (SDF)-এর এই প্যারেড৷ প্যারেড দেখতে ভিড় জমান পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ৷ এই প্রথমবার ভারতীয় মিলিটারি ব্যান্ড সেখানে পারফর্ম করবে৷ এর জন্য সেনা থেকে ৩২ জনের দলও বাছা হয়ে গিয়েছে৷ যার মধ্যে ৩ জন মেজর অফিসার এবং একজন ড্রাম মেজর রয়েছেন৷

Advertisement

নভেম্বরের আট তারিখে টোকিওর উদ্দেশে রওনা দেবে ভারতীয় সেনার এই বিশেষ দল৷ ১১ থেকে ১৩ তারিখ হবে উৎসব৷ সেখানেই পঞ্চাশ হাজারেরও বেশি জাপানবাসীর সামনে পারফর্ম করবেন ভারতীয় সেনারা৷ ফিরবেন ১৪ তারিখ৷ এর মধ্যেই দু’দিনের জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শোনা গিয়েছে, তিনিও সাক্ষী থাকবেন ভারতের এই গর্বের মুহূর্তের৷

জাপানের ঐতিহ্যবাহী এই প্যারেডে প্রথম বিদেশি ব্যান্ড হিসেবে পারফর্ম করেছিল ফ্রেঞ্চ আর্মি কন্টিজেন্টের ১২৩ জন সদস্য৷ ভারতীয় সেনার কাছে এই সুযোগ প্রথম৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement