সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার একটা বিশ্বকাপ৷ আবার চ্যাম্পিয়ন৷ কবাডিতে ভারতকে টেক্কা দেওয়ার মতো যে এখনও কোনও দল তৈরি হয়নি, তা ফের বুঝিয়ে দিল অনুপ কুমার অ্যান্ড কোম্পানি৷ শনিবার ফাইনালে ইরানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় ছিনিয়ে নিল ভারত৷ মেন ইন ব্লুয়ের পক্ষে খেলার ফল ৩৮-২৯৷
আর্জেন্টিনা, বাংলাদেশ, তাইল্যান্ডের মতো দলগুলিকে হারানোর পর ফাইনালে ভারত কী করে, সেদিকেই নজর ছিল ক্রীড়াপ্রেমীদের৷ দেশবাসীকে হতাশ করেননি বলবন্ত সিংয়ের ছেলেরা৷ এদিন দাপটের সঙ্গে খেলে দল৷ ইরানকে একবার অল-আউটও করে দেন ভারতীয় তারকারা৷ তবে জোর লড়াই দেয় ইরানও৷ কিন্তু শেষ হাসি হাসল সেই ভারতই৷
২০০৪, ২০০৭ ও ২০১৬ মিলিয়ে মোট তিনবার কবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে৷ যার মধ্যে তিনবারই চ্যাম্পিয়ন ভারত এবং তিনবারই রানার্স-আপ হয়েছে ইরান৷ অজয় ঠাকুররা জিততেই টুইটারে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে৷ জোয়ালা গুট্টা থেকে ভিভিএস লক্ষ্মণ, চ্যাম্পিয়ন ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.