সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদির সরকারকে কিছুটা স্বস্তি দিল শেষ এপ্রিলের বাণিজ্য রিপোর্ট৷ রপ্তানি শিল্পে মুনাফা ৫.১৭ শতাংশ বাড়ায় মোদি-জেটলিদের মুখের হাসি চওড়া হল নয়া রিপোর্টে৷ সংবাদ সংস্থা এএনআইয়ে প্রকাশিত হওয়া শেষ এপ্রিলের বাণিজ্য রিপোর্ট বলছে, গত বছরের তুলনায় এবছর রপ্তানি শিল্পে ৫.১৭ শতাংশ লক্ষ্মীলাভ বাড়িয়ে অন্তত ২৫.৯১ বিলিয়ন ডলার ঘরে তুলে ভারত৷
তবে, রপ্তানিতে উল্লেখযোগ্য ভাবে আয় বাড়ার সঙ্গে সঙ্গে আমদানির পরিমাণও বেশ খানিকটা কমেছে৷ সোনা আমদানির কমেছে ৩৩.০৫ শতাংশ৷ রুপোর ক্ষেত্রে কমেছে ৩৬.৫১ শতাংশ৷ সোনা-রুপো শিল্পে আমদানি কমলেও বেড়েছে অপরিশোধিত তেলে আমদানি৷ অপরিশোধিত তেলের আমদানি বেড়েছে প্রায় ৪১.৪৯ শতাংশ৷ গত পাঁচ বছরের সর্বোচ্চ রেকর্ড গড়ে আমদানির পরিমাণ বেড়েছে প্রায় ৭.৩৬ বিলিয়ন ডলারের কাছাকাছি৷
রিপোর্টে বলা হয়েছে, ২০১৮-র এপ্রিল পর্যন্ত ভারত ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানিতে ১৭.৬৩ শতাংশ ও রাসায়নিক সামগ্রীতে ৩৮.৮৪ শতাংশ, ওষুধে ১৩.৫৬, বস্ত্র রপ্তানিতে ১৫.৬৬ ও প্লাস্টিক সামগ্রী পণ্য রপ্তানিতে ৩০.০৩ শতাংশ বৃদ্ধি ঘটাতে পেরেছে৷ এছাড়াও অ-পেট্রোলিয়াম ও গহনা রপ্তানির ক্ষেত্রের ১১.৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ সব মিলিয়ে গত বছরের ১৭.৭২ বিলিয়ন ডলার উপার্জন বাড়িয়ে এবছর তা দাঁড়িয়েছে ১৭.৭২ বিলিয়ন ডলার৷
আমদানি শিল্পে হতাশ করলেও রপ্তানি ক্ষেত্রে ভাল ফলাফলের কারণে বেশ উচ্ছ্বসিত গেরুয়া শিবির৷ কারণ, সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠন এএসইএএনের সমীক্ষায় বৃদ্ধির সূচকে চিনকে হারিয়ে এশিয়া মহাদেশের শীর্ষে উঠে আসেতে চলেছে ভারত৷ জানানো হয়েছে এমনটাই৷ এতেই আত্মবিশ্বাস বাড়ে কেন্দ্রের৷ সমীক্ষায় বলা হয়েছে, ২০১৮ সালে চিনের বৃদ্ধির হার ভারতের তুলনায় ০.৬ শতাংশ কমে দাঁড়াতে পারে ৬.৬ শতাংশে৷ ভারত ও চিনের সূচক ছয় শতাংশের উপর থাকলেও দক্ষিণ-পূর্বের দেশগুলিতে বৃদ্ধির হার গড়ে ৫.২ শতাংশ৷ ফলে, এশিয়া মহাদেশের সার্বিক উন্নয়নের জন্য ৫৬ কোটি মানুষের বসবাসকারী এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্বের দেশগুলির উপর বাড়তি গুরুত্ব দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের ৫১তম বার্ষিক সম্মেলনে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.