Advertisement
Advertisement
Indian Coast Guard

মাঝ সমুদ্রে ডুবল কলকাতা থেকে আন্দামানগামী জাহাজ, ১১ জনকে উদ্ধার উপকূলরক্ষী বাহিনীর

আকাশ ও জলপথে চলে উদ্ধারকাজ।

Indian Coast Guard rescues 11 person from sinking ship which travelling Kolkata to Port Blair

মাঝ সমুদ্রে চলছে উদ্ধারকাজ।

Published by: Amit Kumar Das
  • Posted:August 26, 2024 1:01 pm
  • Updated:August 26, 2024 1:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় সড় অঘটল। কলকাতা থেকে আন্দামান যাওয়ার পথে মাঝ সমুদ্রে ডুবল পণ্যবাহী জাহাজ। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামে উপকূলরক্ষী বাহিনী। তাঁদের তৎপরতায় উদ্ধার করা হয় ১১ জনকে।

উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, রবিবার রাতে খবর আগে সাগর দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে দুর্ঘটনার কবলে পড়েছে এমভি আইটিটি পুমা নামের ওই জাহাজ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামে বাহিনী। দু’টি জাহাজ সারাং, অমোঘকে পাঠানো হয় উদ্ধারকাজে। আকাশ পথে তাদের সাহায্য করার জন্য পাঠানো হয় উপকূলরক্ষী বাহিনীর বিমান সিজি ডরিনারকে। ওই রাতেই সমুদ্র ও আকাশ পথে শুরু হয় উদ্ধারকাজ। জাহাজে থাকা সকলে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।।

Advertisement

[আরও পড়ুন: তালিকায় ভুল! জম্মু ও কাশ্মীরে প্রার্থী ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার বিজেপির]

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের ক্ষেত্রে অন্যতম মাধ্যম জলপথ। প্রতিদিন একাধিক পণ্যবাহী জাহাজ ভারত থেকে রওনা দেয় আন্দামানে। বঙ্গোপসাগরের এই দীর্ঘ যাত্রায় মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হয় জাহাজগুলিকে। এর আগে গত ২৪ আগস্ট একই রকম দুর্ঘটনার কবলে পড়েছিল এক জাহাজ। দিউ থেকে ৭০ নটিক্যাল মাইল দক্ষিণে যান্ত্রিক ত্রুটির জেরে সমস্যায় পড়ে জাহজটি। তাকে উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী।

[আরও পড়ুন: হাসপাতালেই চিকিৎসককে সপাটে চড় মদ্যপ রোগী ও পরিজনের! ফের প্রশ্নের মুখে নিরাপত্তা]

তবে কী কারণে ওই পণ্যবাহী জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে তা অবশ্য স্পষ্ট করা হয়নি। অনুমান করা হচ্ছে, সমুদ্রে প্রবল দুর্যোগের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। উল্লেখ্য, বর্তমানে ঘূর্ণাবর্তের জেরে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। আগামী সোমবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এহেন পরিস্থিতিতে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement