সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসে আত্তারি-ওয়াঘা সীমান্তে পাকিস্তানি সেনাদের মিষ্টি বিতরণ করল ভারতীয় জওয়ানরা। হোলি, দীপাবলী, স্বাধীনতা দিবস, ইদের মতো অনুষ্ঠানে প্রতিবেশী দেশ পাকিস্তানকে মিষ্টি বিতরণ করে ভারতীয় সেনাবাহিনী। এদিনও সেই একইভাবে মিষ্টি বিতরণ করে বর্ডার সিকিউরিটি ফোর্স। গতবছর সাধারণতন্ত্র দিবসে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে কোনও মিষ্টি বিতরণ করেনি। সীমান্তে সন্ত্রাস বন্ধ করার স্পষ্ট বার্তা দেওয়া হয় পাকিস্তানকে। এবার পুরনো রেওয়াজ মেনে প্রতিবেশী দেশকে ফের মিষ্টি বিতরণ সেনার।
নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সীমান্তে সন্ত্রাস বেড়েছে। এখনও সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বা সন্ত্রাস হামলার ঘটনা কমেনি। নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমানায় পরপর হামলা করেছে পাকিস্তান সেনা। এদিন, সাধারণতন্ত্র দিবসেও সীমান্ত জঙ্গিহানা হয়েছে। সেনাবাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দুই জঙ্গি। দিল্লিতে হামলার আগেই গ্রেপ্তার করা হয়েছে দুই জইশ জঙ্গিকে। গোটা দেশের বিমানবন্দর ও রেল স্টেশনগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুধু ওয়াঘা সীমান্ত নয়, দেশের বিভিন্ন সীমান্তে প্রতিবেশী দেশের সেনাদের সঙ্গে মিষ্টি বিতরণ করেছে বিএসএফ। এদিকে শিলিগুড়ির ফুলবাড়িতে বাংলাদেশি সেনাদের মিষ্টি বিতরণ করল বিএসএফ।
সাধারণতন্ত্র দিবসের আগের রাত থেকেই অশান্ত ছিল শ্রীনগরের খুনমো এলাকা। এখানে তল্লাশি অভিযানের সময় দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এলাকায় আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। সূত্র মারফত খবর আসে, এই এলাকায় কিছু জঙ্গি লুকিয়ে আছে। সেই অনুযায়ী তল্লাশি চালানোর সময়ই দুই জঙ্গিকে খুঁজে পায়। শুরু হয় সংঘর্ষ। জওয়ানের গুলিতে দুই জঙ্গি নিকেশ হয়েছে। আরও তল্লাশি চলছে। শ্রীনগরেও সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
On the occasion of 70th #republicdayindia, BSF exchange sweets with their Bangladeshi counterparts, at Fulbari, at Indo-Bangladesh border near Siliguri in West Bengal. pic.twitter.com/NjMll2gZec
— ANI (@ANI) January 26, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.