Advertisement
Advertisement

Breaking News

‘ভারতের সীমান্ত এখন আগের থেকে অনেক বেশি নিরাপদ’

এমনটাই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

Indian borders are more secure now, says Home minister Rajnath Singh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 9, 2017 1:55 pm
  • Updated:September 8, 2020 1:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সীমান্ত আগের থেকে এখন অনেক বেশি নিরাপদ। তবে অনুপ্রবেশ রুখতে সীমান্তকে আরও দুর্ভেদ্য করে তুলতে হবে।এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

[হিন্দুসভার প্রধানকে খুনের ছক ছোটা শাকিলের শাগরেদের]

Advertisement

মোদি সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে এখন দেশ জুড়ে পালিত হচ্ছে মোদি উৎসব। শুক্রবার রাজস্থানের জয়পুরে মোদি উৎসবের সুচনা করেন রাজনাথ সিং। তিনি বলেন, ‘ভারতের সীমান্ত এখন আগের তুলনায় অনেক নিরাপদ। আগামী দিনে সীমান্তকে আরও দুর্ভেদ্য করে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে কোনও বিদেশি নাগরিক ভারত সরকারের অনুমতি ছাড়া এদেশে প্রবেশ করতে না পারে।’

[বসছে ট্র্যাকার, সন্ধান মিলবে লুট হওয়া অস্ত্রের

গত বছর উরিতে ভারতীয় সেনা ছাউনিতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। এরপর  নিয়ন্ত্রণরেখার ওপারে পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে জঙ্গিদের বেশ কয়েকটি লঞ্চ প্যাড গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এদিন জয়পুরে মোদি উৎসবে কেন্দ্রের সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে সেই প্রসঙ্গও তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথ সিং বলেন,’ জঙ্গিরা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে আমাদের জওয়ানদের ওপর হামলা চালিয়েছিল। তাঁদের খুন করেছিল। এই ঘটনার পরই বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। সফলভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালায় সেনা।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি বিএসএফ-এর ডিজিকে বলেছেন, পাকিস্তানের ওপর যেন প্রথমে গুলি চালানো না হয়। কিন্তু পাকিস্তান যদি গুলি চালায়, তাহলে যেন যোগ্য জবাব দেওয়া হয়।

[মা-বাবার সম্মতিতেই নাবালিকাকে খুন করে মৃতদেহ ধর্ষণ তান্ত্রিকের]

গত কয়েক দিন ধরে ঋণ মকুব ও কৃষিজাত পণ্যের নির্দিষ্ট সরকারি মূল্যের দাবিতে কৃষকদের বিক্ষোভে উত্তপ্ত মধ্যপ্রদেশের মান্দসৌর। মঙ্গলবার সেখানে পুলিশের গুলিতে মৃত্যু হয় পাঁচ প্রতিবাদী কৃষকের। এদিন জয়পুরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতা শুনতে  এসেছিলেন বহু কৃষক। তিনি বলেন, ‘সরকারের পক্ষে দেশের সব যুবককে চাকরি দেওয়া সম্ভব নয়। তবে সরকার তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে, যাতে তারা নিজেরাই ব্যবসা শুরু করতে পারে। সরকার ইতিমধ্যেই যুবকদের জন্য কর্মমুখী প্রশিক্ষণকেন্দ্র খুলেছে। খুব অল্প সুদে ঋণ দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে।’

এদিন জয়পুরে স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে খাওয়া-দাওয়া করেন রাজনাথ সিং।

 

[হায়দরাবাদের রাস্তায় ‘বিষাক্ত তুষারপাত’, ছড়াল চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement