সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর অভিযানের পর থেকেই নিয়ন্ত্রণরেখা বরাবর বেড়ে গিয়েছে পাকিস্তানের হামলা। প্রতিদিনই বিরামহীনভাবে গোলাগুলি ছুঁড়ে চলেছে পাক সেনা। পাক হামলার মাত্রা দিনকে দিন বেড়েই চলেছে। পালটা এবং উপযুক্ত জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীও। গোলাগুলি, মর্টার হামলা চলছে দু’তরফেই। সামরিক এবং অসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে দু’পক্ষেরই। পাক গোলায় জম্মু ও কাশ্মীরে হতাহত হচ্ছেন নিরীহ গ্রামবাসীরা। এর জেরে বুধবার পাক সেনাকে নাম করে চরম হুঁশিয়ারি দিল ভারতীয় সেনা।
[আফগানিস্তানের জালালাবাদে আত্মঘাতী হামলা, মৃত কমপক্ষে ২১]
সেনাবাহিনী এদিন পাক সেনাকে হুমকি দিয়েছে, নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা এখনই না থামালে কঠোর জবাব দেওয়া হবে পাকিস্তানকে। এমন শিক্ষা দেওয়া হবে যে তারা ভুলতে পারবে না। ভাল চাইলে পাকিস্তান উসকানিমূলক আচরণ বন্ধ করুক। সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি লক্ষ্য করে গোলাগুলি ছোঁড়া বন্ধ করুক। ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হয়েছে, কৃষ্ণাঘাঁটি ও সুন্দরবনি সেক্টরে পাক সেনা অকারণে নিয়ন্ত্রণরেখার এপারে সাধারণ মানুষদের লক্ষ্য করে ভারি গোলাবর্ষণ করে চলেছে। তারা যাতে ভারতীয় নাগরিকদের লক্ষ্য করে গোলাগুলি ছোড়া বন্ধ করে তার জন্য বার বার সতর্ক করা হয়েছে। কিন্তু তাতে কাজ হয়নি।
অন্যদিকে সংবাদ সংস্থা রয়টার্স বালাকোটে জঙ্গি ঘাঁটির একটি বেসরকারি উপগ্রহ চিত্র প্রকাশ করে দাবি করেছে, ঘটনাস্থলে থাকা মাদ্রাসা প্রায় অক্ষত অবস্থায় রয়ে গিয়েছে। যদিও ভারতীয় বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, যে ইজরায়েলি স্পাইস বোমাগুলি জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে ছোঁড়া হয়েছে সেগুলি বিল্ডিংকে অক্ষত রেখেই ধ্বংসলীলা চালাতে সক্ষম। সব মিলিয়ে দাবি পালটা দাবিতে উত্তাল দেশের রাজনীতি। কিন্তু মুখে শান্তির বার্তা দিলেও পাক সেনার উপর কতটা নিয়ন্ত্রণ রয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানের তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। নিয়ন্ত্রণরেখা বরাবর পাক সেনার বোমাবর্ষণে এটাই স্পষ্ট যে বেকায়দায় পরে শান্তির বুলি আওড়ালেও সন্ত্রাসবাদকে মদত দেওয়া থামাবে না আইএসআই ও রাওয়ালপিণ্ডি।
[পিছু ছাড়ছে না খাশোগ্গির ভূত, রাজার সঙ্গে বাড়ছে যুবরাজের বিবাদ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.