সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারিদিকে বরফের স্তূপ ও আর হাড় কাঁপানো ঠান্ডা। তার মধ্যেও নবরাত্রির মজা নিতে ভোলেননি ভারতীয় সেনা জওয়ানরা। পরিবার ও বন্ধুবান্ধব থেকে অনেক দূরে থাকলেও সহকর্মীদের সঙ্গে মেতে উঠেছিলেন গরবা নাচে। দুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং এই নাচের ভিডিও টুইটারে পোস্ট করতেই ভাইরাল হয়েছে। জওয়ানদের নাচ দেখে প্রশংসায় মেতে উঠেছেন নেটিজেনরা। ঘটনাটি হিমাচলপ্রদেশের রোটাং পাসের বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রীর পোস্ট করা ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। চারিদিক শ্বেতশুভ্র বরফের আস্তরণে ঢাকা পড়েছে। আর সেখানে একটি মাঠের মতো জায়গায় মোটা জ্যাকেট ও উলের পোশাক পরে গরবা নাচছেন তিন জওয়ান। পিছনে বাজছে গরবা নাচের উপযুক্ত একটি জনপ্রিয় গান। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে জিতেন্দ্র সিং টুইট করেছেন, ‘এই উদ্দীপনাই ভারতকে অপরাজেয় বানিয়েছে … কুছ তো বাত হ্যায় কী হসতি মিটতি নহি হামারি।’
প্রধানমন্ত্রীর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ড. জিতেন্দ্র সিং এই ভিডিওটি পোস্ট করার পরে এখনও পর্যন্ত ২০,০০০ বেশি মানুষ এটি দেখেছেন। আর পছন্দ করেছেন ৬ হাজারের বেশি মানুষ। জওয়ানদের প্রশংসা করেও টুইট করেছেন অনেক নেটিজেন। তাঁদের মধ্যে কেউ বলছেন, দেশরক্ষার মাঝেও নিজেদের বিনোদন খুঁজে নিয়েছেন ওই জওয়ানরা। এটাই তাঁদের লড়াইয়ের শক্তি দেবে। আমাদের বীর জওয়ানদের এই উদ্দীপনাকে কুর্নিশ জানাই। আরও একজন লিখেছেন, ভারতীয় সেনা জওয়ানরা কী অসাধারাণ গরবা নাচছেন। আর একজনের কথায়, মা আদ্যশক্তি আপনাদের আর্শীবাদ করুন। আমরা সবসময় আপনাদের মতো বীর জওয়ানদের ভালবাসি।
Proud Soldiers of #IndianArmy celebrate and perform Garba in chilling Sub-Zero degree temperature. That is the spirit that makes India invincible … Kuchh Baat Hai Ki Hasti Mit-ti Nahin Hamari !#Mahanavami #Dussehra pic.twitter.com/S3cXbpnjIJ
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) October 7, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.