সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে চোখ রাঙাচ্ছে চিন। মওকা পেলেই কাশ্মীরে কামড় বসাবে পাকিস্তান। ফলে ভবিষ্যতে একই সঙ্গে দুটি ফ্রন্টে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এই প্রেক্ষাপটে ফৌজের শক্তি আরও বাড়িয়ে পাক সীমান্তে প্রথম অ্যাপাচে স্কোয়াড্রন গঠন করল ভারতীয় সেনা।
এএনআই সূত্রে খবর, শুক্রবার রাজস্থানের যোধপুরে পাক সীমান্তের কাছে স্কোয়াড্রনটি তৈরি করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনার এভিয়েশন বিভাগের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অজয় সুরি। ছিলেন মার্কিন বিমান নির্মাণকারী সংস্থা বোয়িংয়ের আধিকারিকরা। এনিয়ে স্থলসেনার উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, অ্যাপাচে হেলিকপ্টারের প্রথম ব্যাচ চলতি বছরের মে মাসে আসবে। তবে এই চপারগুলো আরও আগেই দিল্লির হাতে আসার কথা ছিল। কিন্তু বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তাতে কিছুটা বিলম্ব হয়েছে। কিন্তু সেই সমস্যা মিটে গিয়েছে। এর আগে আমেরিকার সঙ্গে ৬টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার চুক্তি হয়েছিল ভারতের। উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনার হাতে এই মুহূর্তে রয়েছে ২২ টি অ্যাপাচে।
এদিন সেনা জানিয়েছে, ‘উড়ন্ত ট্যাঙ্ক’ নামে পরিচিত অত্যাধুনিক এই হেলিকপ্টারগুলো ভারতীয় বায়ুসেনার হিন্দন এয়ারফোর্স ঘাঁটিতে অবতরণ করবে। এর পর সেগুলোকে যোধপুরে ভারত-পাক সীমান্তের কাছে মোতায়েন করা হবে। কেন এই হেলিকপ্টারকে ‘উড়ন্ত ট্যাঙ্ক’ বলা হয়?
বিশ্বে মোট ১৭টি দেশ এই কপ্টার ব্যবহার করে। একসঙ্গে একাধিক কাজ করতে পারে কপ্টারগুলো। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে ২২টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার। এর মধ্যে ১১টিতে রয়েছে শত্রু শিবিরে বিভীষিকা তৈরি করা লং বো ফায়ার কন্ট্রোল রাডার। রয়েছে হেলফায়ার (নরকের আগুন) মিসাইল। প্রতিপক্ষের ট্যাঙ্ক ধ্বংসে এর জুড়ি মেলা ভার। তাই অ্যাপাচে হেলিকপ্টারগুলোকে ‘ট্যাঙ্ক কিলার’ নাম দেওয়া হয়েছে। প্রায় অভেদ্য বর্মের জন্য ‘উড়ন্ত ট্যাঙ্ক’ হিসাবেও জানা যায় অ্যাপাচেকে।
বলে রাখা ভালো, চিন ও পাকিস্তানকে নজরে রেখে ২০২০ সালে ছটি অ্যাপাচে হেলিকপ্টার কেনার জন্য বোয়িংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয় স্থলসেনা। প্রায় ৪ হাজার ১০০ কোটি টাকার ওই চুক্তি মোতাবেক এই বছর চপারগুলো হাতে পাওয়ার কথা রয়েছে সেনার। এর ইসলামাবাদের উদ্বেগ বাড়িয়ে মরুরাজ্যে ভারত-পাক সীমান্তে প্রথম অ্যাপাচে স্কোয়াড্রন গঠন করা হল। প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হল ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.