Advertisement
Advertisement
Indian Army

নিমেষে ঝাঁজরা হবে শত্রু! সেনাকে শক্তিশালী করতে অত্যাধুনিক সিগ ৭১৬ রাইফেল কিনছে ভারত

অত্যাধুনিক এই রাইফেল তৈরির বরাদ দেওয়া হয়েছে মার্কিন সংস্থা সিগ সয়্যারকে।

Indian Army orders 73000 Sig Sauer 716 assault rifles from USA
Published by: Amit Kumar Das
  • Posted:August 30, 2024 1:57 pm
  • Updated:August 30, 2024 1:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপত্যকায় বাড়তে থাকা সন্ত্রাসকে খতম করতে সেনার হাতে অত্যাধুনিক মারণাস্ত্র তুলে দিতে তৎপর প্রতিরক্ষা মন্ত্রক। সেই লক্ষ্যেই এবার আমেরিকার থেকে ৭৩ হাজার সিগ ৭১৬ জি ২ অ্যাসল্ট রাইফেল কিনতে চলেছে সরকার। ইতিমধ্যেই অত্যাধুনিক এই রাইফেল তৈরির বরাদ দেওয়া হয়েছে মার্কিন সংস্থা সিগ সয়্যারকে।

২০১৯ সালে পুলওয়ামায় নৃশংস জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন জঙ্গি দমনে সেনার হাতে তুলে দেওয়া হবে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। সেই এর পরই সেনার দীর্ঘ দিনের দাবি মেনে চিরাচরিত ‘স্ট্যান্ডার্ড ওয়েপনস’ বদলে সক্রিয় হয় কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, প্রাথমিকভাবে আমেরিকার থেকে ১০ হাজার সিগ ৭১৬ অ্যাসল্ট রাইফেল কেনা হয়েছিল। তার মারণ ক্ষমতা দেখে সন্তুষ্ট সরকার। এর পরই প্রাথমিকভাবে আরও ১০ হাজার রাইফেল বরাত দেওয়ার সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা মন্ত্রক। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট মার্কিন সংস্থার প্রেসিডেন্ট রণ কোহেন বলেন, “ভারতীয় সেনার আধুনিকরণের অংশ হতে পেরে আমরা গর্বিত।

Advertisement

[আরও পড়ুন: আওতায় পাক-চিন! পরমাণু ক্ষেপণাস্ত্রে সজ্জিত দ্বিতীয় সাবমেরিন পেল নৌসেনা]

জানা গিয়েছে, এতদিন ভারতীয় সেনা ব্যবহার করত ৫.৫৬ মিলিমিটারের ইনসাস রাইফেল। তার পরিবর্তে এবার পদাতিক সেনা ব্যবহার করবে ৭.৬২ মিলিমিটারের সিগ ৭১৬ অ্যাসল্ট রাইফেল। গুলির ব্যাস ও ওজন বেশি হওয়ার কারণে ইনসাসের তুলনায় এই স্বয়ংক্রিয় রাইফেল অনেক বেশি মারণ ক্ষমতা সম্পন্ন। ১৬ ইঞ্চির ব্যারেলের এম-এলওএম হ্যান্ডগার্ড রাইফেলে রয়েছে ৬ পজিশন টেলিস্কোপিক স্টক, যার সাহায্যে শত্রুপক্ষকে ঝাঁজরা করা যাবে যে কোনও দিক থেকেই।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, প্রাথমিক ভাবে মোদির ‘আত্মনির্ভর’ স্লোগানের কথা মাথায় রেখে ইছাপুরে তৈরি অত্যাধুনিক রাইফেল কেনার কথা ভেবেছিল কেন্দ্র। তবে সবদিক বিচার করে শেষ পর্যন্ত ‘আত্মনির্ভর’ স্লোগানকে কিছুটা দূরে সরিয়ে মার্কিন সংস্থা সিগের রাইফেলের উপর ভরসা রাখল কেন্দ্র।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement