সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশবাসীর জন্য সুখবর। ভারতীয় সেনার (Indian Army) নতুন এক যুদ্ধকালীন উর্দি সর্বসমক্ষে প্রকাশ করল। এই নতুন উর্দির বিশেষত্ব হল এটি একদিকে যেমন আরমদায়ক, অন্যদিকে তেমনই জলবায়ু বান্ধব। সেই সঙ্গে ডিজিটাল নকশাকৃত। শনিবার ছিল দেশের সেনা দিবস (Indian Army Day)। সেই উপলক্ষেই ওই উর্দি উন্মোচন করা হয়। নতুন ইউনিফর্ম পরেই কুচকাওয়াজে অংশ নেন সেনাকর্মীরা। জেনে নেওয়া যাক এই নয়া উর্দির পাঁচ বিশেষত্ব—
১) এই নতুন উর্দি তৈরি করার আগে বিশ্বের বহু দেশের যুদ্ধকালীন উর্দি খতিয়ে দেখা হয়েছে। তারপরই ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি’র সহায়তায় এই উর্দি প্রস্তুত করা হয়েছে। লক্ষ্য রাখা হয়েছে যাতে যে প্রতিকূল আবহাওয়াতেও সহজেই চলাফেরা করা যায়, সেদিকে।
#WATCH | Delhi: Indian Army’s Parachute Regiment commandos marching during the Army Day Parade in the new digital combat uniform of the Indian Army. This is the first time that the uniform has been unveiled in public. pic.twitter.com/j9D18kNP8B
— ANI (@ANI) January 15, 2022
২) নতুন এই উর্দি অনেক বেশি আরামদায়ক। পাহাড় থেকে সমতল, বরফে ঢাকা শীতল এলাকা থেকে উষ্ণ স্থান- সর্বত্রই এই পোশাক পরে স্বচ্ছন্দে বিচরণ করা যাবে। কেননা এই পোশাক এমন কাপড়ে তৈরি যা মজবুত তো বটেই, কিন্তু ওজনে একেবারেই হালকা।
৩) কম্পিউটারের সাহায্যে পোশাকে তুলে ধরা হয়েছে ডিজিটাল নকশা। এই নকশা মার্কিন সেনাবাহিনীর উর্দির আদল অনুযায়ী তৈরি করা হয়েছে। বিশেষ ভাবে নির্মিত এই উর্দি খোলা বাজারে পাওয়া যাবে না।
৪) নতুন এই উর্দি ট্রাউজারের সঙ্গে গুঁজে পরতে হবে না। আগের উর্দিটি গুঁজে পরতে হত।
৫) এই উর্দির রং জলপাই ও মাটির রং মেশানো। এতে সহজে লুকিয়ে থাকাও সম্ভব হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.