Advertisement
Advertisement

Breaking News

শুধু নিরাপদ নয়, কাশ্মীরকে শিক্ষিতও করছেন জওয়ানরা

উপত্যকার কিশোর-কিশোরীরা যাতে ভুল পথে চলে না যায়, তার জন্য ভারতীয় সেনাবাহিনী এক নয়া উদ্যোগ নিয়েছে৷

Indian Army Now Helping To Educate Suffered Children In Kashmir
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 23, 2016 6:56 pm
  • Updated:June 17, 2019 7:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূস্বর্গ কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না৷ আর এই দ্বন্দ্বের মধ্যে সবথেকে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে স্থানীয় কিশোর-কিশোরীদের৷ যখন তখন পেলেট গানের আতঙ্ক, লঙ্কার গুঁড়োর ঝাঁঝ, ইট-পাল্টা ইটের ভয়ে আতঙ্কে সিঁটকে থাকছে কাশ্মীরের অধিকাংশ পড়ুয়া৷

কারফিউ কখন উঠছে, আবার কখন লাগু হবে- সে সবের হিসাব রাখতে পারে না কৈশোর! তাই স্কুলে যাওয়াও হয়ে ওঠে না নিয়ম করে৷ অথচ সামনেই বার্ষিক পরীক্ষা৷ প্রিয় স্কুলের দখল কখনও নেয় জঙ্গিরা, আবার কখনও সেনাবাহিনী৷ অগত্যা, উপত্যকার অধিকাংশ কিশোর-কিশোরীর ঠিকানা বাড়ির চার দেওয়াল৷ কিন্তু এভাবে তো দিনের পর দিন চলতে পারে না!

Advertisement

এখন কী উপায়? অশান্ত কাশ্মীরে কে দায়িত্ব নেবে এই নিষ্পাপ ছেলেমেয়েদের পড়াশোনার৷ কাশ্মীরকে নিরাপদ রাখার পাশাপাশি এই কাজেও এগিয়ে এসেছেন দেশের জওয়ানরা৷ উপত্যকার কিশোর-কিশোরীরা যাতে ভুল পথে চলে না যায়, তার জন্য ভারতীয় সেনাবাহিনী এক নয়া উদ্যোগ নিয়েছে৷ তাঁরা কাশ্মীরি কিশোর-কিশোরীদের জন্য বিশেষ কেরিয়ার কাউন্সেলিং শুরু করেছে৷ সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির ছেলেমেয়েদের নিয়ম করে ক্লাস নিচ্ছেন উচ্চশিক্ষিত ও বিশেষভাবে প্রশিক্ষিত সেনা জওয়ানরা৷ পড়ানোর সময় ছেলেমেয়েদের বোঝানো হচ্ছে, যার যে বিষয়ের প্রতি আগ্রহ রয়েছে, সেদিকেই যেন তারা বেশি করে মনোনিবেশ করে৷ সেই পথেই মিলবে সাফল্য৷ যৌবনের কোঠায় পা রাখার আগে তাদের শেখানো হচ্ছে, দায়িত্ব কাকে বলে, কী করলে সুস্থ-সবল থাকা যাবে৷ শেখানো হচ্ছে, একজন দায়িত্ববান নাগরিকের দেশের প্রতি কী করণীয়!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ