সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের বাড়িতে লেপের তলায় নিশ্চিন্তে ঘুম- শীতকালে এটাই যেন অলিখিত নিয়ম। দেশের সাধারণ মানুষ এইভাবেই দিন কাটান। কিন্তু এই দেশেরই একদল নাগরিকের দিন কাটে একেবারে অন্যভাবে। প্রবল ঠাণ্ডা, বরফে ঢাকা দুর্গম পাহাড়ে পরিবার-পরিজন ছেড়ে পড়ে থাকতে হয় তাঁদের। প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে শত্রুপক্ষের আক্রমণের মোকাবিলা করেন, যেন দেশের মানুষ নিরাপদে থাকেন। তাঁরা-ভারতীয় সেনার (Indian Army) বীর জওয়ানরা। হাজারো সমস্যা সত্বেও নিজেদের কর্তব্যে অটল থাকেন তাঁরা। কঠিন পরিস্থিতিতেও কীভাবে তাঁরা হাসিমুখে কাজ করেন, ভাইরাল একটি ভিডিওতে তা আবারও প্রকাশ্যে এল।
মেজর জেনারেল রাজু চৌহান একটি ভিডিও টুইট করেন। সেখানে দেখা যাচ্ছে, প্রায় কোমর সমান বরফ জমে রয়েছে পাহাড়ের কোলে। কিন্তু সেই রাস্তা ধরেই এগিয়ে যেতে হবে জওয়ানদের। সাংঘাতিক ঠাণ্ডার মধ্যেই হেঁটে চলেছেন কয়েকজন সেনা। তার মধ্যে একজনের মুখ দেখা যাচ্ছে ভিডিওটিতে। বরফের চাঁই ভেঙে এগিয়ে যাওয়ার সময়েও তাঁর মুখের হাসি মিলিয়ে যায়নি।
Notice the smile on face of this young soldier 🇮🇳 pic.twitter.com/emejbSmbNP
— Maj Gen Raju Chauhan, VSM (veteran)🇮🇳 (@SoldierNationF1) December 25, 2022
বরফের কারণে বারবার চলার পথে বাধা আসছে। সামাল দিতে এক সহকর্মীকে নিজের রাইফেল দিয়ে দিলেন তিনি। মরিয়া চেষ্টা করে বরফের দেওয়াল ভেঙে ফেললেন, তারপর রাইফেল হাতে নিয়ে আবারও এগিয়ে গেলেন তিনি। প্রবল শীতেও গ্লাভস ছাড়াই কাজ করছেন ওই জওয়ান। গোটা ঘটনায় কঠোর পরিশ্রম করতে হলেও এই জওয়ানের মুখের হাসি সকলের নজর কেড়েছে। নাম না জানা এই জওয়ানের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। এই ভিডিও পোস্ট করে সেনা কর্তা রাজুও লিখেছেন, “অল্পবয়সি এই জওয়ানের মুখের হাসিটা সকলে দেখুন।”
ভারতীয় সেনার আত্মত্যাগের কথা মনে করিয়ে দিয়েছে এই ভিডিও। নেটিজেনদের একজন লিখেছেন, “কত কঠিন পরিস্থিতিতে জীবন কাটান এই জওয়ানরা, তা সত্বেও সবসময় তাঁদের মুখে হাসি লেগে থাকে। ভারতের জনতা তাঁদের কাছে ঋণী।” আরেকজনের মতে, “এই বীর সেনার জন্যই আমরা শান্তিতে ঘুমতে পারি।” বিস্মিত এক নেটিজেনের প্রশ্ন, “এত ঠাণ্ডার মধ্যে গ্লাভস না পরে কী করে কাজ করছেন? ওই জওয়ান নিশ্চয়ই সুপারম্যান।” ইতিমধ্যেই প্রায় দুই লক্ষ মানুষ এই জওয়ানের ভিডিওটি দেখে ফেলেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.