Advertisement
Advertisement
Indian Army

জঙ্গি নিধনে বড় সাফল্য, রাজৌরিতে সেনার গুলিতে নিকেশ ছয় লস্কর জঙ্গি

গত কয়েকদিন ধরেই উপত্যকায় অতিসক্রিয় জঙ্গিরা।

Indian Army guns down six LeT terrorists in Rajouri jungles, fire-fight on | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:October 19, 2021 11:58 am
  • Updated:October 19, 2021 11:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সেনা জঙ্গি-সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) রাজৌরি সেক্টর। সেনার গুলিতে খতম হল পাকিস্তানের (Pakistan) জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ছয় জঙ্গি। তবে এখনও তিন থেকে চার জন ইসলামিস্ট জঙ্গি রাজৌরি সেক্টরের ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে। তাদের সঙ্গে এখনও সেনার গুলির লড়াই চলছে।

গত কয়েকদিন ধরেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর। একদিকে চলছে সেনা-জঙ্গি সংঘর্ষ। অন্যদিকে, নিরীহ ভিন রাজ্যের শ্রমিকদের উপর লাগাতার আক্রমণ করছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। সম্প্রতি বেশ কিছুদিন ধরেই রাজৌরি সেক্টরের ঘন জঙ্গলে সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে। তাতেই মঙ্গলবার চূড়ান্ত সাফল্য পেল ভারতীয় সেনা। জওয়ানদের গুলিতে খতম হল পাকিস্তানের ছয় জেহাদি। শেষ পাওয়া খবরে, সেখানে এখনও গুলির লড়াই চলছে। আরও তিন-চারজন জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে বলে সেনা সূত্রে খবর।

Advertisement

[আরও পড়ুন: ‘বন্ধ হোক ভারত-পাক ম্যাচ’, কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে দাবি বিহারের উপ-মুখ্যমন্ত্রীর]

গতমাসেই পাক সেনার মদতে পুঞ্চ-রাজৌরি সেক্টর থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল ১০জন জঙ্গি। তাদের খোঁজে রাজৌরি সেক্টরে তারপর থেকেই নিরাপত্তা বাড়ানো হয়। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। এর মধ্যে একাধিকবার সেনা-জঙ্গি গুলির লড়াই হয়। কিন্তু জঙ্গিদের সঙ্গে সেই এনকাউন্টারে দুই জুনিয়র কমিশনড অফিসার-সহ ৯ জওয়ান শহিদ হন। তবে এদিন তার পালটা হিসেবেই ছয় পাক জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছে গিয়েছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে (M M Naravane) । মঙ্গলবার হোয়াইট নাইট কর্পসের ফরওয়ার্ড পোস্টগুলিতে যান তিনি। সেখানে স্থানীয় কমান্ডারদের হাতে সরেজমিনে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। জানা গিয়েছে, দু’দিনের এই সফরে ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা ভালভাবে খতিয়ে দেখবেন তিনি। পাশাপাশি জম্মু ও কাশ্মীরে চলা সন্ত্রাস দমন অভিযান নিয়েও সেনাপ্রধান জেনারেল নারাভানেকে সমস্ত তথ্য জানিয়েছেন সেনা আধিকারিকরা।

 

[আরও পড়ুন: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি, জনগণের কাছে পৌঁছতে বিজেপির ভরসা সোশ্যাল মিডিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement