Advertisement
Advertisement

Breaking News

সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশে সম্মতি সেনার

আদৌ তা প্রকাশ করা হবে কি না, সে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রীই৷

Indian army gives green signal for the release of video proof of surgical strikes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 5, 2016 11:05 am
  • Updated:October 5, 2016 11:05 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের তরফে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক ভুয়া বলে দাবি করা হচ্ছিল বেশ কিছুদিন ধরেই৷ সে দাবির সূত্র ধরেই দেশের অভ্যন্তরেও কেউ কেউ চাইছিলেন, প্রমাণ সামনে আসুক৷ অপেক্ষার অবসান ঘটিয়ে সমস্ত প্রমাণ সামনে আনার ক্ষেত্রে সবুজ সংকেত দিল ভারতীয় সেনা৷

উরি হামলার জবাবে গত ২৮ সেপ্টেম্বর ভারতের তরফে সার্জিক্যাল স্ট্রাইকে পাক অধিকৃত কাশ্মীরে বেশ কিছু জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করা হয়৷ ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এর ফলে ব্যাপক ক্ষতি হয়েছে পাকিস্তানের৷ প্রত্যাশিতভাবেই তা অস্বীকার করেছে পাকিস্তান৷ নানা স্ববিরোধী কথায় সার্জিক্যাল স্ট্রাইক যে হয়নি তাই প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে পাক প্রশাসন৷ যদিও ভারতের তরফে গোড়াতেই জানিয়ে দেওয়া হয়েছিল, সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও করে রাখা আছে৷ প্রয়োজন হলেই তা প্রকাশ করা হবে৷ দেশের অভ্যন্ত্যরেও কেউ কেউ সেই প্রমাণ সামনে আনার কথা বলছিলেন৷ কিন্তু সেনার তরফে এতদিন এ বিষয়ে কিছু না বলা হলেও এবার দেওয়া হল সবুজ সংকেত৷

Advertisement

ভিডিও ফুটেজের পাশাপাশি সার্জিক্যাল স্ট্রাইকের ফটোগ্রাফও আছে৷ যদিও আদৌ তা প্রকাশ করা হবে কি না, সে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রীই৷ রাজনৈতিক মহলের ধারনা সেনার সবুজ সংকেতের পর পুরোটাই কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভর করছে৷ সার্জিক্যাল স্ট্রাইককে ভুয়া প্রমাণ করতে পাকিস্তান কতদূর যেতে পারে তা দেখে নিয়েই মোক্ষম সময়ে সমস্ত প্রমাণ সামনে আনা হতে পারে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement