প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের লাল চোখকে আর পরোয়া নয়। যোগ্য জবাব দিতে তৈরি ‘আত্মনির্ভর’ ভারত। এবার সেনার হাতে এসে গেল ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ অপারমাণবিক বোমা সেবেক্স-২ (SEBEX 2)। শত্রু রাষ্ট্রের ঘুম ছুটে যাওয়া নয়া অস্ত্র তৈরি হয়েছে ভারতের মাটিতেই। ওই বিস্ফোরককে ইতিমধ্যে শংসাপত্র দিয়েছে নৌসেনা।
শক্তিশালী অপারমাণবিক বোমা সেবেক্স-২ তৈরি করেছে ‘ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড’। মহারাষ্ট্রের নাগপুরের একটি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার সহযোগী সংস্থা এটি। সেনা সূত্রে জানা গিয়েছে, পারমাণবিক অস্ত্র বাদ দিলে বাকি বিস্ফোরকের তুলনায় বেশি শক্তিশালী এই সেবেক্স-২। স্বভাবতই এর ধ্বংসাত্মক শক্তি অনেকটাই বেশি।
উৎপাদক সংস্থা সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই আরও শক্তিশালী অ বিস্ফোরক আনতে চলেছে তারা। সেনা তরফে জানানো হয়েছে, এই বোমা ক্ষেপণাস্ত্র ছাড়াও শূন্য থেকেও ছোড়া যায়। দীর্ঘ দিন ধরেই ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রগুলির উপর নির্ভরতা ক্রমশ কমিয়ে আনতে চাইছে। সেবেক্স-২ তৈরি এবং ব্যবহারে ছাড়পত্র দেওয়া সেই প্রক্রিয়ারই একটি অংশ বলে মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.