Advertisement
Advertisement

ফিদায়েঁ হামলা রুখে উরিতে পাঁচ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা

সেনাবাহিনীর মুকুটে নয়া পালক, সাফল্যের মুখ দেখল 'অপারেশন উরি'৷

Indian Army eliminated five hardcore terrorists: Brigadier Y. S. Ahlawat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 11, 2017 3:56 pm
  • Updated:June 11, 2017 3:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিদায়েঁ হামলার ছক বানচাল করে অন্তত পাঁচ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা৷ পাশাপাশি গত তিনদিনে এই নিয়ে অন্তত পাঁচবার বড় নাশকতা রুখে দিল সশস্ত্র বাহিনী৷ রবিবার এক সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন ব্রিগেডিয়ার ওয়াই এস আহলাওয়াত৷

[সাবমেরিন নির্মাণে ৬০ হাজার কোটি টাকার চুক্তিতে সবুজ সঙ্কেত কেন্দ্রের]

তিনি বলেন, “উরি সেক্টরে জঙ্গিদের সঙ্গে তীব্র গুলির লড়াই চলছে সেনাবাহিনীর৷ জঙ্গিদের লক্ষ্য ছিল নিয়ন্ত্রণরেখার কাছে ভারতের গুরুত্বপূর্ণ সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা চালানো৷ কিন্তু সেনার তৎপরতায় নাশকতা এড়ানো গিয়েছে৷ এখনও পর্যন্ত পাঁচ জঙ্গি মারা পড়েছে৷ জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র৷” আরও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে কি না জানতে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান৷

Advertisement

ব্রিগেডিয়ার আহলাওয়াত আরও জানিয়েছেন, সেনাবাহিনীর তল্লাশি অভিযানের সময় পাঁচটি একে-৪৭, প্রচুর বিস্ফোরক, সামরিক পোশাক, শুকনো খাবার ও পাকিস্তানে তৈরি আইইডি উদ্ধার হয়েছে৷ রমজান মাসে জঙ্গিরা যাতে উপত্যকায় কোনওভাবেই অনুপ্রবেশ না করতে পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে সেনা৷ জম্মু ও কাশ্মীরে শান্তি-শৃঙ্খলা অটুট রাখা ও সাধারণ মানুষের প্রাণ রক্ষা করার দায়িত্ব সেনা যথাযথভাবে পালন করছে বলেও এদিন বাহিনীর তরফে জানানো হয়েছে৷

রবিবার দিনভর নিয়ন্ত্রণরেখার কাছে একের পর এক এলাকায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা৷ জম্মু ও কাশ্মীরের রামগড়ে এদিন সকালে প্রায় ৪৫ মিনিট গুলিবর্ষণ করে পাক রেঞ্জার্স৷ পাল্টা জবাব দেয় ভারতও৷ এর আগে সকালে ৯.৪৫ মিনিট নাগাদ রাজৌরি জেলার ভীমবার গলি সেক্টরেও গুলি ছোড়ে পাক সেনা৷ পুঞ্চ জেলায় শনিবার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে ভারতীয় সেনাকে লক্ষ্য করে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি ও মর্টার বর্ষণ করতে থাকে পাক সেনা৷

[নিয়ন্ত্রণরেখার কাছে সেনার গুলিতে ঝাঁজরা ১৩ অনুপ্রবেশকারী জঙ্গি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement