সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুরু করা ‘সৌভাগ্য প্রকল্পে’র দৌলতে ২০১৮-র ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি কোণায় বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র৷ তবে জম্মু-কাশ্মীরের এমন অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে এখনও বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়ে ওঠেনি সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষে৷ সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় সেনা৷ জম্মু-কাশ্মীরের ডোডা জেলার প্রত্যন্ত এলাকায় ১৭ হাজার বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দিলেন জওয়ানরা৷ যেগুলির মধ্যে পাঁচ হাজার বাড়ি হল গুর্জর ও বাখারওয়াল সম্প্রদায়ের৷
[জোট সরকার শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করেছে, কুমারস্বামীর মন্তব্যে জল্পনা]
সেনা সূত্রে খবর, অনেক দিন ধরেই বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে তাঁরা কথা বলছিলেন এই বিষয়ে৷ শেষে, তাদের সাহায্য করতে এগিয়ে আসে ‘ইকো সলিউশন’ নামে মুম্বইয়ের একটি সংস্থা৷ সেনার সঙ্গে হাতে হাত মিলিয়ে তারাই শুরু করে উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ৷ ব্রিগেডিয়ার রোহিত নাটিয়াল জানিয়েছেন, সাধারণ নাগরিকদের সাহায্য করার পাশাপাশি এই উদ্যোগের মাধ্যমে জনসংযোগও মজবুত করা গিয়েছে৷ জানা গিয়েছে, প্রত্যহ ৬ থেকে ৮ ঘণ্টা কাজে করবে সৌরবিদ্যুত চালিত ওই লাইটগুলি৷ প্রয়োজনে আছে রিচার্জ করার সুযোগ৷ তবে, এখনও প্রায় একশোটি গ্রামে বিদ্যুৎ পৌঁছান বাকি রয়েছে বলেও জানিয়েছে সেনা৷
[গণধর্ষণের পর মহিলাকে মন্দিরের মধ্যে পুড়িয়ে মারল ৫ যুবক, প্রশ্নের মুখে যোগী প্রশাসন]
২০১৭-তে ‘প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা’ বা ‘সৌভাগ্য প্রকল্প’ নামে ১৬৩২০ কোটি টাকার উদ্যোগটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বলেন, রাজ্য সরকারের সহায়তায় ২০১৮-র ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেবে কেন্দ্রীয় সরকার৷ বিদ্যুৎমন্ত্রক সূত্রে খবর, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ৮১,৪১,৯৫০টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ ঘটাতে পেরেছে কেন্দ্র৷ কাজ চলছে আরও ২,৭৮,৪৬,২১৭টি বাড়িতে৷ এখন প্রশ্ন উঠছে, আগামী পাঁচ মাসে এই লক্ষ্যমাত্রা আদৌ কি পূরণ করতে পারবে কেন্দ্রের মোদি সরকার? রাজনৈতিক মহলের বক্তব্য, যদি কাজটি শেষ করে দেখাতে পারে কেন্দ্রের মোদি সরকার, তবে তা অবশ্যই তাদের সাফল্যের মুখ দেখাবে৷ তেমনই উলটো দিক থেকে বলা যায় যে, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে আসন্ন লোকসভা নির্বাচনে এই ইস্যুকেও কেন্দ্রের বিরুদ্ধে কাজে লাগাবে বিরোধীরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.