সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক সেনার গুলিতে নিহত হয়েছেন পাঁচজন ভারতীয় সেনা। এছাড়া ভারতের বেশ কয়েকটি সেনাঘাঁটি ধ্বংস করেছে পাক সেনা। রবিবার এমনই বক্তব্য প্রকাশ করেছে পাকিস্তান। সেই সঙ্গে প্রকাশ করেছে একটি ভিডিও। পাক সেনার পক্ষ থেকে একথা জানিয়েছিলেন সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর। কিন্তু পাকিস্তানের এই দাবি পুরোপুরি ভুয়ো। জানানো হয় ভারতীয় সেনার তরফ থেকে। বলা হয়, গোটা ভিডিওটিই আসলে নকল। সেটির কোনও ভিত্তি নেই। জাল ভিডিও পোস্ট করা হয়েছে।
এদিন ২৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয় পাক সেনার পক্ষ থেকে। দাবি করা হয়, তাত্তাপানি সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল ভারত। সেটির জবাব দিতেই গুলি চালিয়েছিল পাকিস্তানও। ভিডিওটি প্রকাশের পাশাপাশি বিবৃতি দিয়ে বলা হয়, ‘ভারতের তরফ থেকে সীমান্ত বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করা হয়েছিল। পাল্টা জবাব দেয় পাকিস্তানও। তাতেই ধ্বংস হয় ভারতীয় সেনাঘাঁটি। ভিডিওটিতে সেটা দেখাও যাচ্ছে।’ এছাড়া পাক সেনার ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের পক্ষ থেকে বলা হয়, পাক সেনার গুলিতে পাঁচ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকটি সেনাঘাঁটি ধ্বংস হয়েছে। এরপরেই অবশ্য ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, পাকিস্তানের এই বিবৃতি পুরোটাই মিথ্যা। এমনকী ভিডিওটিও আসল নয় বলেও জানান হয়।
VIDEO – Pakistan Army struck back at the Indian military across the Line of Control yesterday after unprovoked firing from the Indian Army. pic.twitter.com/9v6vxG0IjP
— Pakistan Defence (@defencepk) June 4, 2017
এই নিয়ে গত দু’সপ্তাহে দ্বিতীয়বার এই ধরনের ভিডিও প্রকাশ করল পাকিস্তান। এর আগে গত মে মাসের ২৪ তারিখ এরকমই একটি ভিডিও প্রকাশ করেছিল তাঁরা। এদিকে, শনিবারই পুঞ্চ জেলার দু’টি সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা। গুলির সঙ্গে ভারী মর্টার বর্ষণ করা হয়েছিল। ঘটনায় আহত হয়েছিলেন এক মহিলা আহত হন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.