সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যথাযত মর্যাদার সঙ্গে ৭০-তম ‘ইনফ্যান্ট্রি ডে’ পালন করছে ভারতীয় সেনা। ভারতীয় সেনাবাহিনীতে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। ভারতীয় সেনার পদাতিক বাহিনীর শৌর্যের এই কাহিনী অনেকেরই অজানা। এই প্রতিবেদনে জেনে নিন, কী গুরুত্ব রয়েছে আজকের দিনটির।
70th #Infantryday, On this day in 1947, 1st SIKH REGT landed in Srinagar to evict Pak intruders from Kashmir & reversed the tide of battle. pic.twitter.com/u5kF1hvs9Y
— NorthernComd.IA (@NorthernComd_IA) October 27, 2017
#InfantryDay : #ChinarCorpsCdr wishes all Infantrymen a HAPPY INFANTRY DAY. @adgpi @NorthernComd_IA pic.twitter.com/7btGrmjxqW
— ChinarCorps.IA (@Chinarcorps_IA) October 27, 2017
১৯৪৭-এর ২৭ অক্টোবর শিখ রেজিমেন্টের ইনফ্যান্ট্রি কোম্পানির ফার্স্ট ব্যাটালিয়নকে এয়ারলিফট করে দিল্লি থেকে শ্রীনগরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। জম্মু ও কাশ্মীরে তখন পাক সেনার মদতপুষ্ট গোষ্ঠীদের দাপাদাপি বাড়ছিল। ২২ অক্টোবর প্রায় ৫০০ আদিবাসী পাক সেনার কাছ থেকে অস্ত্র ও প্রশিক্ষণ পেয়ে অ্যাবোটাবাদ থেকে কাশ্মীর উপত্যকায় অনুপ্রবেশ ধ্বংসলীলা চালায়।
My best wishes and gratitude to all infantrymen on #InfantryDay.🙏🇮🇳 #NationFirst #JaiHind pic.twitter.com/MsOPl3LYbo
— Anupam Kher (@AnupamPkher) October 27, 2017
Greetings on #InfantryDay. I salute the indomitable courage & bravery of our Infantry who have left no stone unturned in serving our Nation. pic.twitter.com/EYdGBFhkG0
— Radha Mohan Singh (@RadhamohanBJP) October 27, 2017
২০ অক্টোবর থেকেই আদিবাসীদের সঙ্গে গা ঢাকা দিয়ে কাশ্মীরে অনুপ্রবেশ করে পাক সেনা। পাক রেঞ্জার্সরা শুরু করে ‘অপারেশন গুলমার্গ’। মহারাজা হরি সিং সেই সময় জম্মু ও কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করতে সম্মত হন। বিশেষজ্ঞরা মনে করেন, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুই কাশ্মীরে সেনা পাঠানোর নির্দেশ দেন। পাক মদতপুষ্ট জঙ্গিদের শায়েস্তা করতে পাঠানো হয় শক্তিশালী ও নির্ভরযোগ্য শিখ রেজিমেন্টকে।
We are proud of our infantry’s exceptional courage & dedicated service to our nation. Greetings to all #infantrymen on #InfantryDay. @adgpi
— Sidharth Nath Singh (@SidharthNSingh) October 27, 2017
I offer my respects with lots of heartfelt gratitude to the infantry men for their service to our nation. #InfantryDay
— Ananthkumar (@AnanthKumar_BJP) October 27, 2017
জঙ্গিদের হটাতে ও কাশ্মীরের অখণ্ডতাকে নিরাপদ রাখতে সেদিন ভারতীয় সেনার পদাতিক বাহিনীর অবদান ছিল অপরিসীম। ভারতীয় সেনার হাতে সেদিন কার্যত কচুকাটা হয় জঙ্গিরা। পাশাপাশি এই প্রথম স্বাধীন ভারত সরকার কোনও বিদেশি বাহিনীকে পরাস্ত করে সেনা পাঠানোর উদ্যোগ নেয়। সেই থেকেই এই বিশেষ দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়ে আসছে। এদিন দেশের নানা প্রান্ত থেকে ভারতীয় সেনাবাহিনীর জন্য প্রচুর শুভেচ্ছা এসেছে। কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে সেলিব্রিটিরা শুভেচ্ছা জানিয়েছেন বাহিনীর সদস্যদের। দেখে নিন সেই সব শুভেচ্ছাবার্তার এক ঝলক-
On #InfantryDay, I bow to our martyrs for their supreme sacrifice and salute our gallant Infantry for their selfless service to the nation.
— Jayant Sinha (@jayantsinha) October 27, 2017
Congrats to @adgpi and all #IndianInfantry men and women on #InfantryDay 2017 pic.twitter.com/I8kLZQ7Tb4
— Daniel Carmon🇮🇱 (@danielocarmon) October 27, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.