Advertisement
Advertisement

Breaking News

যোধপুরে ভেঙে পড়ল মিগ-২৭, জীবনের ঝুঁকি নিয়ে প্রাণহানি রুখলেন পাইলট

রুটিন মিশন চলাকালীন বিকল হয়ে যায় বিমানটি।

Indian Air Force MiG 27 crashes in Rajasthan's Jodhpur
Published by: Subhajit Mandal
  • Posted:September 4, 2018 12:07 pm
  • Updated:September 4, 2018 12:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড়সড় বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজস্থানের যোধপুর। যোধপুরের বানাদে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট মিগ-২৭। সেনার তরফে জানানো হয়েছে, ওই যুদ্ধ-বিমানটি সেনার রুটিন মিশন চলাকালীন বিকল হয়ে যায়। পরিস্থিতি আন্দাজ করতে পেরে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে গিয়ে প্লেনটিকে ‘ক্র্যাশ’ করান পাইলট। বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও প্রাণে বেঁচে গিয়েছেন পাইলট।

[রাজনৈতিক বিতর্ক এড়িয়ে রাফালে ওড়ানোর কৌশল রপ্ত করল বায়ুসেনা]

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে বানাদ এলাকায় তিন-চারটি বায়ুসেনার বিমান টহল দিচ্ছিল। হঠাৎই মাঝ আকাশেই অতিরিক্ত ধোঁয়া বেরোতে দেখা যায় একটি বিমান থেকে। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে ভেঙে পড়ে সেটি। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, রুটিন মিশন চলাকালীনই দুর্ঘটনাটি ঘটে। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাইলটকেও নিরাপদে উদ্ধার করা গিয়েছে। বায়ুসেনার মুখপাত্র কর্নেল সম্বিত ঘোষ জানিয়েছেন, পাইলট বিমানের পরিস্থিতি আন্দাজ করেই জনবহুল এলাকা থেকে বিমানটিকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। ফাঁকা মাঠে দুর্ঘটনাটি ঘটায় কোনও প্রাণহানি হয়নি। পাইলটের উপস্থিত বুদ্ধির জেরেই এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে গিয়েছেন যোধপুর পুলিশের ডেপুটি কমিশনার অমনদীপ সিংও। বিমানের ধ্বংসাবশেষে উদ্ধারকাজ চলছে।

[হায়দরাবাদের মিউজিয়াম থেকে উধাও নিজামের মহামূল্যবান টিফিন বক্স]

ভারতীয় বায়ুসেনা আগেই মিগ-২৭ এমএল সিরিজের বিমানগুলিকে অবসরে পাঠিয়েছে। তা সত্ত্বেও যোধপুর সেনাঘাঁটিতে মিগ-২৭ ব্যবহার করা হচ্ছে কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও, সেনার তরফে জানানো হয়েছে, যোধপুর ঘাঁটিতে যে মিগ-২৭ বিমানগুলি রয়েছে তা মিগ-২৭ এমএল-এর চেয়ে উন্নত প্রযুক্তির।  

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement