সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ২ বছর ধরে করোনার ধাক্কা। তার উপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাড়তে থাকা অশোধিত তেলের দাম। ফলে প্রবল ক্ষতির মুখে পড়েছে দেশের অর্থনীতি। জ্বালানি থেকে শুরু করে আনাজপাতির মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে আমজনতার। মানুষের এই দুর্ভোগ নিয়ে এতদিন সেভাবে মুখ না খুললেও, শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) আমজনতার দুর্ভোগের কথা স্বীকার করে নিলেন।
অর্থমন্ত্রী এদিন এক অনুষ্ঠানে স্বীকার করে নেন, মুদ্রাস্ফীতির হার ‘সহ্যসীমা’র থেকে সামান্য বেশি। তিনি এদিন বলেন,”ভারতের মুদ্রাস্ফীতি সহ্যসীমার থেকে সামান্য বেশি। তবে সরকার সবরকম চেষ্টা করে যাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করার।” নির্মলার দাবি, সংকটের সময় ভারত সরকার খুব সচেতনভাবে পা ফেলেছিল। তাই আজ আমাদের মুদ্রাস্ফীতির হার সহ্যসীমার থেকে সামান্য বেশি। তবে সরকার প্রতিনিয়ত সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হিসাব বলছে, মার্চ মাসের আগে লাগাতার ১৫ মাস দেশের মুদ্রাস্ফীতি বেশ উদ্বেগজনক হারে বেড়েছে। মার্চেও সেটা বেড়েছে, তবে আগের চেয়ে অনেক কম হারে। নির্মলা সেটাকেই সদর্থক দিক হিসাবে তুলে ধরতে চাইছেন। কিন্তু মুদ্রাস্ফীতির হার যে কেন্দ্র তথা রিজার্ভ ব্যাংকের অভীষ্ট লক্ষ্যমাত্রার চেয়ে অনেকটাই বেশি, সেটা পরিসংখ্যানেই ধরা পড়ছে। হিসাব বলছে, রিজার্ভ ব্যাংক যেখানে চলতি বছর ৪ শতাংশ মুদ্রাস্ফীতির টার্গেট রেখেছিল, সেখানে বর্তমানে মুদ্রাস্ফীতির হার ৫.২।
মুদ্রাস্ফীতির (Inflation) ফলে যে মূল্যবৃদ্ধি হচ্ছে সেটা সাধারণ মানুষকে আর্থিকভাবে যতটা বিড়ম্বনা দিচ্ছে, বিজেপিকে ভোটবাক্সে ঠিক ততটাই বিড়ম্বনায় ফেলতে পারে। সেটা বুঝতে পারছেন অর্থমন্ত্রীও। তাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার যে বদ্ধপরিকর বোঝানোর চেষ্টা করছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.