সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। আর তারই পালটা হিসেবে কেন্দ্রের তরফে মোদি সরকারের আমলের নানা সাফল্য তুলে ধরার চেষ্টা করছেন মন্ত্রী-সাংসদরা। সেই প্রসঙ্গেই প্রধানমন্ত্রীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, মোদির জন্যই ২০২০ অলিম্পিকে সাতটি পদক ঘরে তুলেছিল ভারত।
২০২০ সালে টোকিও অলিম্পিকে চূড়ান্ত সাফল্য পায় ভারত। জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার হাত ধরে একটি সোনা জেতে ভারত। এছাড়াও দু’টি রুপো এবং চারটি ব্রোঞ্জ পদকও আসে ভারতের ঝুলিতে। কিন্তু সেই সাফল্যের কৃতিত্ব কার্যত পুরোপুরি নরেন্দ্র মোদিকেই দিয়ে দিলেন রিজিজু (Kiren Rijiju)। তাঁর দাবি, এর আগে কখনও অলিম্পিকের মঞ্চ থেকে একসঙ্গে এতগুলি পদক জিততে পারেনি ভারত। মোদি জমানায় ক্রীড়াক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাথলিটদের ভালমন্দর দিকে নজর দেওয়া হয়েছে। সেই কারণেই এই সাফল্য মিলেছে।
Nothing will happen by naming the alliance I.N.D.I.A when you are actually working against India, says Union Minister & BJP leader Kiren Rijiju during no-confidence motion debate in Lok Sabha. pic.twitter.com/xyR0kDVR1N
— ANI (@ANI) August 8, 2023
এখানেই শেষ নয়, রিজিজু আরও দাবি করেন, তিনি যদি মোদি সরকারের আমলে খেলাধূলার সুযোগ পেতেন, তাহলে তিনিও পদক জিততে পারতেন। রিজিজু বলে দেন, “আমি যখন খেলতাম, তখন দেশের জন্য অনেক পদক জিততে পারতাম, যদি সেই সময়ের প্রধানমন্ত্রী হতেন নরেন্দ্র মোদি।”
মোদির বিরুদ্ধে অনাস্থা নিয়েও বিরোধীদের এদিন তীব্র আক্রমণ করেন রিজিজু। বলে দেন, অত্যন্ত ভুল সময়ে এবং অত্যন্ত ভুলভাবে মোদির বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। এর জন্য তাদের আক্ষেপ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় মন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.