Advertisement
Advertisement
বিজেপি

‘হিন্দুদের মতেই চলবে দেশ’, বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক

সমালোচিত মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাতিল৷

India will run according to wishes of Hindu majority: Chandrakant Patil
Published by: Tanujit Das
  • Posted:August 24, 2019 12:30 pm
  • Updated:August 24, 2019 12:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ৷ তাই তাঁদের মতেই চলবে দেশ৷ একটি অনুষ্ঠানে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন মহারাষ্ট্র বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল৷ যার ফলে তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানিমূলক কথা বলার অভিযোগ করেছে বিরোধীরা৷ ইচ্ছাকৃতভাবে তিনি পরিস্থিতি অস্থির করে তুলতে চাইছেন বলে সরব বিরোধীরা৷

[ আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করেই কাশ্মীর যাচ্ছেন রাহুল, সঙ্গে তৃণমূল-সহ ৯ বিরোধী দলের প্রতিনিধি ]

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার ন্যাশনাল গনেশ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিলেন মহারাষ্ট্র বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল৷ সেখানে প্রথমে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে সাধারণ মানুষকে সুষ্ঠু সম্পর্ক বজায় রাখার অনুরোধ করেন তিনি৷ মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব, গণেশ পুজোয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আরজি জানান৷ বলেন, প্রশাসনের আধিকারিকদের মধ্যেও হিন্দু, উৎসবের মরশুমে তাঁদেরও পরিবারকে সময় দিতে ইচ্ছা করে৷ এটা ভাবার কোনও কারণ নেই যে প্রশাসনের আধিকারিকরা কেবল, সাধারণ মানুষের জন্য সমস্যা তৈরি করে৷ এরপরই বক্তৃতায় বিতর্কিত মন্তব্যটি করেন তিনি৷ বলেন, ‘‘দেশ চালাবে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা৷ তাঁদের মতামতের ভিত্তিতেই দেশ পরিচালিত হবে৷’’ আর তাঁর এই মন্তব্যকে ঘিরেই উঠেছে সমালোচনার ঝড়৷ বিরোধীদের অভিযোগ, এই ধরনের মন্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছেন মহারাষ্ট্রের মন্ত্রী৷

[ আরও পড়ুন: ফের ফিক্সড ডিপোজিটের সুদে কোপ, SBI-এর সিদ্ধান্তে মধ্যবিত্তের ভাঁড়ারে ধাক্কা ]

এই প্রথম নয়, গত সপ্তাহেও বিতর্কে জড়িয়েছিলেন চন্দ্রকান্ত পাতিল৷ অভিযোগ, বন্যাবিধ্বস্ত মহারাষ্ট্রের জলচিত্র খতিয়ে দেখতে গিয়ে দুর্গত মানুষের উপরই ক্ষোভ উগরে দেন তিনি৷ ত্রাণের আরজি জানানোয়, দুর্গতদের ধমক দিতে শোনা যায় তাঁকে৷ এই ঘটনার পরেও মহারাষ্ট্র সরকারকে তুলোধনা করেন বিরোধিরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement