সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ নিয়ে পাক দ্বিচারিতা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল তৈরি করেছে কেন্দ্র। বিশ্বের মোট ৩৩টি দেশে যাবে এই প্রতিনিধি দলগুলি। ইতিমধ্যেই রাশিয়া, জাপানে পৌঁছে গিয়েছেন দিল্লির দূতেরা। শুক্রবার কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে আরও একটি প্রতিনিধি দল পাড়ি দিয়েছে বিদেশের মাটিতে। যাওয়ার আগে থারুর জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত চুপ করে থাকবে না।
এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় কংগ্রেস সাংসদ বলেন, “আমরা গায়ানা, পানামা, কলম্বিয়া, ব্রাজিল এবং আমেরিকার উদ্দেশে রওনা দিচ্ছি। জঙ্গিরা নিষ্ঠুরভাবে আমাদের দেশে হত্যালীলা চালিয়েছে। বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা ভারতের অবস্থান স্পষ্ট করব।” তিনি এই সফরকে ‘শান্তি ও আশার মিশন’ বলে অভিহিত করে জানিয়েছেন, “আমার নেতৃত্বে প্রতিনিধি দলটি ভারতের মূল্যবোধ সম্পর্কেও কথা বলবে।”
থারুর বলেন, “পহেলগাঁও হামলার বদলা নিতে ভারতের অপারেশন সিঁদুরের গুরুত্বও আমরা তুলে ধরব। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত চুপ করে থাকবে না। আমরা চাই গোটা বিশ্বও যেন তেমনটাই করে।” তাঁর সংযোজন, “আমরা চাই সত্যের জয় হোক। এটি একটি শান্তির মিশন। আশার মিশন। এই মিশনের মাধ্যমেই গোটা বিশ্ব দেখবে ভারত শান্তি, গণতন্ত্র এবং স্বাধীনতার পক্ষেই দাঁড়িয়েছে। ঘৃণা, হত্যালীলা এবং সন্ত্রাস পক্ষে নয়।”
Members of the delegation that i have the privilege to lead, embarking at Delhi Airport just now. Others will join us en route. pic.twitter.com/km4qWX1qOu
— Shashi Tharoor (@ShashiTharoor) May 23, 2025
থারুরের নেতৃত্বে প্রতিনিধি দলটিতে রয়েছেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য, ভুবনেশ্বর কলিতা এবং শশাঙ্ক মণি ত্রিপাঠী, এলজেপির (রাম বিলাস) শাম্ভবী চৌধুরী, টিডিপি সাংসদ জিএম হরিশ বালাযোগী, শিবসেনার (শিন্ডে গোষ্ঠী) রাজ্যসভার সাংসদ মিলিন্দ দেওরা, জেএমএম সাংসদ সরফরাজ আহমেদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত তারাঞ্জিত সিং।
আসলে পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কীভাবে প্রত্যক্ষে জঙ্গিদের মদত দিচ্ছে, সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ভারত। আগামী দিনে পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা-সহ একাধিক কূটনৈতিক পদক্ষেপে বন্ধু প্রয়োজন নয়াদিল্লির। সেজন্যই বিশ্বমঞ্চে পাকিস্তানের আসল রূপ তুলে ধরার এই প্রচেষ্টা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.