Advertisement
Advertisement

ভবিষ্যতকে শাসন করবে ভারতীয় নৌবাহিনী!

গোয়েন্দারা জানতে পেরেছেন পাকিস্তান তাদের সাবমেরিনকে পরমাণু হামলায় সক্ষম বানাচ্ছে৷

India will have the 3rd most Powerful Navy in the world by 2030
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 26, 2016 3:56 pm
  • Updated:June 26, 2016 3:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০৩০ সালের মধ্যে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক ভারতীয় নৌবাহিনীকে ঢেলে সাজাতে চলেছে৷ আন্তর্জাতিক সীমানা নির্ধারণ ও সংরক্ষণের জন্য ভবিষ্যতে নৌবাহিনীকে শক্তিশালী করা যে খুব জরুরি, সে কথা মোক্ষম বুঝেছেন প্রতিরক্ষা মন্ত্রকের কর্তারা৷ ২০৩০ সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীই বিশ্বকে শাসন করবে, মনে করছেন মন্ত্রকের কর্তারা৷ একা ভারত নয়, ২০৩০ সালের মধ্যে চিনও তাদের নৌবাহিনীকে শক্তিশালী করবে৷ পাশাপাশি উত্তর কোরিয়া ও জাপানও নৌবহরকে ঢেলে সাজাবে৷

নৌবহরের দুটি বিশেষ ক্ষেত্র নৌসেনার শক্তিকে প্রতিফলিত করে৷ প্রথমটি হল এয়ারক্রাফট কেরিয়ার ও দ্বিতীয়টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন৷ দ্বিতীয়টি স্বাভাবিকভাবেই বেশি গুরুত্বপূর্ণ, কারণ, আচমকা পরমাণু হামলা চালাতে এর জুড়ি মেলা ভার৷ ২০৩০ সালের মধ্যে ভারত এশিয়ার মধ্যে দ্বিতীয় ও গোটা দুনিয়ার মধ্যে আনুমানিক তৃতীয় স্থান অধিকার করে ফেলবে বলে মনে করছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কর্তারা৷

Advertisement

সবকিছু ঠিকঠাক চললে, ওই সময়সীমার মধ্যেই তিনটি এয়ারক্রাফট কেরিয়ার্স থাকবে ভারতের হাতে৷ বিক্রমাদিত্য, বিক্রান্ত ও বিশাল৷ তিনটি যুদ্ধজাহাজ একসঙ্গে ১১০-১২০টি এয়ারক্রাফট বহনে সক্ষম৷ একইসঙ্গে ২০৩০-এর মধ্যে ভারতের হাতে অন্তত ৯টি ডেস্ট্রয়ার চলে আসবে৷ যার মধ্যে দুটি গাইডেড মিসাইল-সহ কলকাতা ক্লাস, তিনটি দিল্লি ক্লাস ও চারটি বিশাখাপত্তনম ক্লাস৷ শক্তি বাড়ানো হবে শিবালিক ও তলওয়ার ক্লাসেরও৷ গোয়েন্দারা জানতে পেরেছেন, পাকিস্তান তাদের সাবমেরিনকে পরমাণু হামলায় সক্ষম বানাচ্ছে৷ পাল্টা ভারতও দ্রুত তিনটি নিউক্লিয়ার পাওয়ার্ড ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন অরিহন্ত তৈরির কাজ শেষ করতে চায়৷ ফ্রান্সের সহযোগিতায় কালভারি ক্লাসে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন তৈরির কাজও এখন প্রায় শেষের পথে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement