Advertisement
Advertisement

পাক ও বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট ফেন্স’ বসাবে ভারত

পায়ে হেঁটে নজরদারির দিন শেষ, ইজরায়েলের কাছ থেকে অস্ত্র ও প্রযুক্তি আমদানিতে জোর৷

India will have a patrol-free, multi-layered smart fence along its borders with Pakistan and Bangladesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 1, 2016 12:55 pm
  • Updated:December 1, 2016 12:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পায়ে হেঁটে নজরদারির দিন শেষ! ২০১৭ সালের মধ্যেই ভারত-বাংলাদেশ ও ভারত-পাকিস্তান সীমান্তে বসবে ‘স্মার্ট ফেন্স’৷ ইতিমধ্যেই ২০টি নামজাদা আন্তর্জাতিক প্রতিরক্ষা সংস্থা এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে৷ বুধবার এ কথা জানিয়েছেন বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল কে কে শর্মা৷

তিনি জানিয়েছেন, ইতিমধেই এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ছাড়পত্র মিলেছে৷ কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইবিএমএস) বা পাঁচিল তোলার চূড়ান্ত পরিকল্পনা প্রায় শেষ হওয়ার মুখে৷ দ্রুতই দেশের অন্যতম দুই স্পর্শকাতর সীমান্তে বসবে অত্যাধুনিক মেশিনারি৷ তখন কেউ অসাধু পথে সীমান্ত পেরোনোর চেষ্টা করলেই সেনাবাহিনীর কন্ট্রোলরুমে লাগানো রেডারের অ্যালার্ম বেজে উঠবে৷ কে কে শর্মা জানিয়েছেন, আগামী বছরের দ্বিতীয়ার্ধেই পাঁচিল তোলার শেষ করা যাবে৷

Advertisement

বর্তমানে দেশের বৃহত্তম কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনীতে রয়েছেন প্রায় ২.৫ লক্ষ জওয়ান৷ নয়া প্রতিরক্ষা ব্যবস্থা চালু হয়ে গেলে তাঁরাই সবচেয়ে লাভবান হবেন৷ ‘হিউম্যান এরর’-এর কোনও সম্ভবনাই থাকবে না৷ ইজরায়েলের মতো দেশের কাছ থেকে নতুন অস্ত্র ও প্রযুক্তিও আমদানি করা হবে বিএসএফ-এর জন্য৷ সাম্বায় জঙ্গি হানার তদন্তে নেমে কেন্দ্রীয় বাহিনীতে প্রযুক্তির অভাব স্পষ্ট হয়েছে৷ ভবিষ্যতে এধরনের জঙ্গি হামলা রুখতে ও দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলিকে নিশ্ছিদ্র রাখতে এবার পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তকে অত্যাধুনিক সুরক্ষাব্যবস্থায় মুড়ে ফেলতে চায় ভারত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement