সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের দাবি জানাচ্ছে ভারত। যত দিন যাচ্ছে এই দাবি আরও জোরালো হচ্ছে। এবার ফের একবার এই এনিয়ে সুর চড়ালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাঁর দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই ভারত নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাবে। কীভাবে? তাও ব্যাখ্যা করলেন তিনি।
বুধবার গুজরাটের রাজকোটে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী। সেখানে বক্তব্য রাখার সময় উঠে আসে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের প্রসঙ্গ। তখন আত্মবিশ্বাসী কণ্ঠে জয়শংকর বলেন, “স্থায়ী সদস্যপদ আমরা পাবই। তার জন্য ভারতকে প্রতিনিয়ত চাপ বাড়াতে হবে। নিজেদের দাবি জানিয়ে যেতে হবে। এখন আমি অনুভব করছি বিশ্ব একটা পরিবর্তন খুঁজছে। এই পরিবর্তন রাষ্ট্রসংঘেও আসা উচিত। যাতে ভারত নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পায়। বিভিন্ন দেশ এই বিষয়ে নিজেদের মতামত দিচ্ছে। আলোচনাও চলছে। সেখানে প্রতিটি দেশ তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে। ভারত, জাপান, জার্মানি এবং ব্রাজিল একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি রেখেছে। আমরা আমাদের দাবি আগামিদিনেও জানাব।”
কীভাবে এই স্থায়ী সদস্যপদ পাওয়ার পথ প্রশস্ত হবে তার উত্তরে জয়শংকর বলেন, “বিশ্ব অনুভব করছে যে রাষ্ট্রসংঘ ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাষ্ট্রসংঘে অচলাবস্থা ছিল। এমনকি গাজা যুদ্ধেও ঐকমত্যের অভাব রয়েছে। এই অবস্থা চলতে থাকলে আমাদের স্থায়ী আসন পাওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে।” এর আগে একাধিকবার রাষ্ট্রসংঘের অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কয়েকমাস আগে এক অনুষ্ঠানে স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছিলেন, “১৯৪০ সালে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা লাভ করে। সে সময় ৫০টি দেশ এর সদস্য ছিল। এখন দুশোর বেশি দেশ এর সদস্য। সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রসংঘেরও পরিবর্তন হবে। জনসংখ্যার নিরিখে ভারত বিশ্বের বৃহত্তম দেশ। অর্থনৈতিক দিক দিয়ে ভারত আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। এরপরেও ভারতকে এখনও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা হচ্ছে না। এতে রাষ্ট্রসংঘের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠবে। ইতিহাস আমাদের সাক্ষী আছে, রাষ্ট্রসংঘে পরিবর্তন আসবে। যারা আমাদের পথে বাধা দিচ্ছে,তারা শুধু চেষ্টাই করে যাবে। তাদের উদ্দেশ্য সফল হবে না।”
উল্লেখ্য, আধুনিক দুনিয়ায় সময়ের দাবি মেনে নিরাপত্তা পরিষদে সংস্কারের পক্ষে বারবার সওয়াল করে এসেছে নয়াদিল্লি। দীর্ঘদিন ধরেই পাঁচ সদস্যের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। ইতিমধ্যে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া নয়াদিল্লির দাবিকে সমর্থন জানিয়েছে। কিন্তু বাদ সেধেছে চিন। যা নিয়ে বহুবার বেজিংকে একহাত নিয়েছে নয়াদিল্লি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.