Advertisement
Advertisement

Breaking News

Mann Ki Baat

আদিবাসীদের মন জয়ের চেষ্টা? বীরসা মুণ্ডার জন্মজয়ন্তী পালনের ঘোষণা প্রধানমন্ত্রীর

৮২তম 'মন কি বাতে' জানালেন প্রধানমন্ত্রী।

India will celebrate the Jayanti of Bhagwan Birsa Munda says PM Modi in Mann Ki Baat | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 24, 2021 11:51 am
  • Updated:October 24, 2021 12:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আদিবাসী নেতা বীরসা মুণ্ডার জন্মজয়ন্তী পালন করবে কেন্দ্র। রবিবার তাঁর ৮২তম ‘মন কি বাতে’ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। কেন্দ্রের এই পদক্ষেপ দেশের আদিবাসীদের মন জয় করার হাতিয়ার বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শুধু তাই নয়, ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে দেশজুড়ে একতা দিবস পালনের কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 

রবিবার ছিল প্রধানমন্ত্রীর ৮২তম ‘মন কি বাত’ (Mann ki Baat)। শুরু থেকেই স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন প্রধানমন্ত্রী। সবেমাত্র টিকাকরণের ১০০ কোটির মাইল ফলক পেরিয়েছে ভারত। এই সাফল্যের সমস্ত কৃতিত্বই দেশের স্বাস্থ্যকর্মীদের দিলেন মোদি। তাঁদের অক্লান্স পরিশ্রমের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। তাঁর কথায়, “টিকাকরণে ভারত তাঁর শক্তি দেখিয়ে দিয়েছে। এটা সম্ভব হয়েছে স্বাস্থ্যকর্মীদের পরিশ্রমের জন্যই।” এ কথা বলতে গিয়ে দেশবাসীকে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন তিনি। একইসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহাপী বাজপেীর স্মৃতিচারণাও করেন তিনি।

Advertisement

 

[আরও পড়ুন: ফের আতঙ্কের নাম দিল্লি, খেলনার লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ]

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ৩১ অক্টোবর একতা দিবস পালিত হবে। এদিন থেকেই দেশের তিনটি প্রতিযোগিতার সূচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের যুব সম্প্রদায়কে দেশাত্মবোধক গান রচনায় উৎসাহ দিতে কেন্দ্রের তরফে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। শুরু হচ্ছে রঙ্গোলি ও লোরি প্রতিযোগিতাও। 

 

[আরও পড়ুন: Coronavirus Update: দেশে একদিনে করোনার বলি ৫৬১, রাজ্যগুলিকে উৎসবে লাগাম টানার নির্দেশ কেন্দ্রের]

এদিনের মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরেন ভগবান বীরসা মুণ্ডার কথাও। আগামী মাসে দেশজুড়ে তাঁর জন্মদিন পালনের কথা জানান মোদি। তাঁর কথায়, “বীরসা মুণ্ডা আমাদের নিজের সংস্কৃতি, পরিবেশ এবং অবিচারের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছেন। আজকের যুব প্রজন্মের উচিত তাঁর জীবন সম্পর্কে পড়া, জানা।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement