Advertisement
Advertisement
INDIA

ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে মানা হবে বিক্ষোভরত কৃষকদের মূল দাবি, বড় ঘোষণা কংগ্রেসের

দিল্লির কৃষক বিক্ষোভের ঘোলা জলে রাজনীতির খেলা শুরু করে দিল কংগ্রেস!

INDIA will bring the law guaranteeing MSP for various crops, announces Congress | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:February 13, 2024 6:40 pm
  • Updated:February 13, 2024 6:40 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: দিল্লির কৃষক বিক্ষোভের ঘোলা জলে রাজনীতির খেলা শুরু করে দিল কংগ্রেস (Congress)! কেন্দ্র যখন কৃষকদের দাবিদাওয়া কার্যত খারিজ করে বিক্ষোভ দমনে কড়া পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে, কংগ্রেস তখন সুকৌশলে কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করল। হাত শিবির ঘোষণা করল, ২০২৪ লোকসভায় ইন্ডিয়া (INDIA) জোট ক্ষমতায় এলে কৃষকদের যে মূল দাবি, সেই ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার জন্য আইন আনা হবে।

২০২০’র স্মৃতি উসকে ফের ‘দিল্লি চলোর’ ডাক দিয়েছেন কৃষকরা। মূলত তিন দফা দাবি নিয়ে রাজধানীতে বিশাল পদযাত্রার পরিকল্পনা রয়েছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের। তাঁদের মূল দাবি, আইন এনে সমস্ত রকম ফসলের জন্য নূন্যতম সহায়ক মূল্য নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে কৃষি ঋণ মকুব করার এবং স্বামীনাথন কমিশনের সমস্ত সুপারিশ কার্যকর করতে হবে।

Advertisement

[আরও পড়ুন: বিলেতে আমন্ত্রিত মমতা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডাক পেয়ে যাওয়ার সিদ্ধান্ত]

বুধবার কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছে, লোকসভায় ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে সমস্ত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার জন্য আইন আনা হবে। খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) এবং রাহুল গান্ধী (Rahul Gandhi) যৌথভাবে ঘোষণা করেছেন, দেশজুড়ে কৃষকদের দীর্ঘদিনের দাবি মেনে ইন্ডিয়া জোটের সরকার বিভিন্ন ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার জন্য আইন আনবে। সেই সঙ্গে কৃষকদের বাকি দাবিগুলি নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। এদিকে কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করেছেন ২০২০ সালের কৃষক বিক্ষোভের অন্যতম শীর্ষ নেতা রাকেশ টিকায়েত। তিনি ঘোষণা করেছেন, সরকার যদি কৃষকদের আন্দোলনে বাধা দেয়, তাহলে তাঁর সংগঠন ভারতীয় কিষাণ ইউনিয়ন কৃষকদের পাশেই থাকবে।

[আরও পড়ুন: আবু ধাবি সফরে মোদি, প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারতের’ কথা শুনবেন হাজার হাজার প্রবাসী]

উল্লেখ্য, ২০২০র স্মৃতি উসকে ফের ‘দিল্লি চলোর’ ডাক দিয়েছেন কৃষকরা। মূলত তিন দফা দাবি নিয়ে রাজধানী অভিমুখে এই মিছিল। যা রুখতে সিঙ্ঘু, টিকরি ও গাজিপুর সীমানা বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। ব্যারিকেড আর কাঁটাতার দিয়ে পথ আটকে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। এক মাসের জন্য জমায়েতও নিষিদ্ধ হয়েছে দিল্লিতে। একইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে হরিয়ানার সীমানাও। পাঞ্জাব ও হরিয়ানার শম্ভু সীমানায় কৃষকদের প্রতিবাদ মিছিল রুখতে ড্রোন থেকে ছোড়া হয়েছে কাঁদানে গ্যাসের শেল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement