Advertisement
Advertisement
Canada

‘তদন্তই হল না, ভারত অপরাধী!’ নিজ্জর খুনে কানাডাকে একহাত নিল নয়াদিল্লি

খলিস্তানি কাঁটায় বিদ্ধ হয়ে আছে ভারত-কানাডা সম্পর্ক।

'India was convicted even before...', Indian envoy on Nijjar killing claims by Canada। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 25, 2023 2:19 pm
  • Updated:November 25, 2023 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-কানাডা টানাপোড়েন অব্যাহত। সেপ্টেম্বরে ভারতে জি-২০ বৈঠকে যোগ দেওয়ার পর দেশে ফিরেই ভয়ংকর অভিযোগ করেছিলেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি অভিযোগ আনেন, কানাডার খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে ভারতের হাত রয়েছে। শনিবার এপ্রসঙ্গে বলতে গিয়ে ভারতীয় হাই কমিশনার সঞ্জয়কুমার ভার্মা ক্ষোভ উগরে দিয়ে জানালেন, কোনও তদন্ত ছাড়াই ভারতকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁর প্রশ্ন, ‘এটা কি আদৌ আইনের শাসন?’

কানাডার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”কোনও তদন্তই হল না। ভারত দোষী সাব্যস্ত হয়ে গেল! এটা কি আদৌ আইনের শাসন? ভারতকে সহযোগিতা করতে বলা হয়েছে। আপনি যদি ক্রিমিনাল টার্মিনোলজি দেখেন, দেখবেন যখন কাউকে সহযোগিতা করতে বলা হয়, তখন ধরেই নেওয়া হয় সে অপরাধী। এবং সহযোগিতা করলে অভিযুক্তের উপকারই হবে। আর তাই আমরা এটাকে ভিন্ন ব্যাখ্যাতেই দেখছি। তবে যদি সত্যিই কোনও নির্দিষ্ট ও প্রাসঙ্গিক বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়, নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখা হবে।”

Advertisement

[আরও পড়ুন: শেষ পর্যায়ে হঠাৎ বিপত্তি! উত্তরকাশীতে ফের থমকে গেল উদ্ধারকাজ, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী]

উল্লেখ্য, খলিস্তানি কাঁটায় বিদ্ধ হয়ে আছে ভারত-কানাডা সম্পর্ক। ট্রুডোর অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। জানিয়েছে, এহেন অভিযোগ অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত। এবার ফের এই অভিযোগকে উড়িয়ে ক্ষোভ উগরে দিল নয়াদিল্লি।

[আরও পড়ুন: বৈঠকে ভারত-বাংলাদেশের বিদেশ সচিব, উত্তর-পূর্বে সন্ত্রাসের মেঘ দেখছে দিল্লি?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement