Advertisement
Advertisement

সন্ত্রাসমুক্ত পরিবেশে সার্ক সম্মেলন চায় ভারত

সার্ক যাতে অটুট থাকে সেদিকেই আগ্রহ রয়েছে ভারত সরকারের৷

India wants terror free SAARC summit
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 21, 2016 10:27 am
  • Updated:October 21, 2016 10:27 am

স্টাফ রিপোর্টার: পাকিস্তানকে বাদ দিয়ে সার্ক সম্মেলন করা উদ্দেশ্য নয়, বরং সন্ত্রাসের আবহমুক্ত পরিবেশেই সার্ক বৈঠক চায় ভারত৷ বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রের এই মনোভাবের কথা স্পষ্ট করেছেন, বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ৷ এদিন তিনি বলেন, “সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও অর্থনৈতিক সহাবস্থান রক্ষা করাই আমাদের সরকারের কাছে প্রধান উদ্দেশ্য৷ সার্ক যাতে অটুট থাকে সেদিকেই আমাদের আগ্রহ রয়েছে৷”

সার্ক অটুট রাখার কথা বললেও স্বরূপ এদিন নাম না করেই ফের প্রতিবেশী পাকিস্তানের সমালোচনা করেন৷ সার্কের জন্য সন্ত্রাসের আবহমুক্ত পরিবেশের প্রয়োজনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “সার্কের জন্য যে সন্ত্রাসমুক্ত পরিবেশের প্রয়োজন রয়েছে আমাদের এক প্রতিবেশীর কর্মকাণ্ডের জন্য তা বিঘ্নিত হচ্ছে৷” আর সে কারণেই ভারত ইসলামাবাদে সার্কের বৈঠকে যোগ দিতে পারছে না বলেও তিনি মন্তব্য করেন৷

Advertisement

ভারত যে সার্ক থেকে পাকিস্তানকে বাদ দিতে আগ্রহী নয় বরং তারা যাতে নিজেদের পরিবর্তন করে সুস্থ পরিবেশ তৈরি করে সেদিকে তাকিয়ে আছে এদিন স্বরূপের মন্তব্য থেকে সে কথাও বোঝা গিয়েছে৷ তিনি জানিয়েছেন, “স্নানের গামলা থেকে বাচ্চাকে ফেলে দেওয়াটা আমাদের উদ্দেশ্য নয়, তাকে পরিষ্কার করাটাই আমাদের উদ্দেশ্য৷”

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement