Advertisement
Advertisement

Breaking News

Hafeez Saeed

মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে হেফাজতে চেয়ে পাকিস্তানকে চিঠি ভারতের!

পাকিস্তানের নির্বাচনেও অংশ নিতে পারেন জঙ্গিনেতা হাফিজ।

India wants extradition of Hafeez Saeed, writes to Pakistan | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 28, 2023 1:37 pm
  • Updated:December 28, 2023 1:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাফিজ সইদকে (Hafeez Saeed) ভারতে পাঠানো হোক। সরাসরি পাকিস্তান (Pakistan) সরকারকে এই অনুরোধ করল নয়াদিল্লি। সূত্রের খবর, ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রীকে ভারতে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে বিদেশমন্ত্রক। অবিলম্বে জঙ্গিনেতার প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া শুরু করতে চেয়ে চিঠি দিয়েছে ভারত।

সূত্রের খবর, সরকারিভাবে ভারতীয় বিদেশমন্ত্রকের (MEA) তরফে চিঠি দেওয়া হয়েছে পাকিস্তান সরকারকে। সেখানে বলা হয়েছে, হাফিজ সইদকে ভারতে পাঠানো হোক। দ্রুত শুরু হোক প্রত্য়র্পণের আইনি প্রক্রিয়া। তাহলে ২৬/১১ হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করা যেতে পারে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই হাফিজ সইদের প্রত্যর্পণ চেয়েছে নয়দিল্লি। কিন্তু দুই দেশের প্রত্যর্পণ চুক্তি না থাকার কারণে বারবার ধাক্কা খেয়েছে সেই প্রক্রিয়া।

Advertisement

[আরও পড়ুন: মোদির আগেই অযোধ্যায় যোগী, খতিয়ে দেখছেন মন্দির উদ্বোধনের প্রস্তুতি]

মুম্বই হামলার পরেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় রয়েছেন লস্কর-ই-তইবার (Lashkar-E-Taiba) প্রতিষ্ঠাতা। রাষ্ট্রসংঘেও তাঁকে নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে। হাফিজের মাথার দাম এক কোটি ডলার ধার্য করেছে আমেরিকা। তবে সূত্রের খবর, পাকিস্তানে বহাল তবিয়তে রয়েছেন হাফিজ সইদ। রাজনৈতিক দল গড়ে দেশের সাধারণ নির্বাচনেও অংশ নিতে পারেন তিনি। এহেন পরিস্থিতিতেই পাক সরকারের কাছে অনুরোধ ভারতের।

অন্যদিকে, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন। পাক ইংরেজি দৈনিক ডনের খবর, গোটা দেশে সমস্ত প্রদেশে প্রার্থী দিচ্ছে পাকিস্তান মারকাজি মুসলিম লিগ। এই দলের প্রতিষ্ঠাতা হাফিজ স্বয়ং। লাহোরে প্রার্থী হচ্ছেন হাফিজের ছেলে তালহা সইদ। উল্লেখ্য, হাফিজের ছেলে তালহা সইদকেও ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে ভারত। সেই এবার পাকিস্তানের নির্বাচনে দাঁড়াতে চলেছে। ভোটে জিতলে পাক পার্লামেন্টে ঠাঁইও পাবেন।

[আরও পড়ুন: রামমন্দির নিয়ে রাজনীতি করছে বিজেপি! আমন্ত্রণ না পেয়ে তোপ পওয়ারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement