এনএসজিতে ভারতের ঢোকার ক্ষেত্রে এই সম্মেলন সহায়ক হবেই বলে বিশ্বাস বিশেষজ্ঞদের৷
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্ব জুড়ে চলছে পরমাণু অস্ত্র পরীক্ষার হিড়িক৷ এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ ক্ষমতা জাহির করতে চলছে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা৷ কিন্তু এই পারমাণবিক শক্তি যদি মানুষের কল্যাণে না লাগে তবে ঘোর বিপত্তি৷ পৃথিবীর শক্তিশালী দেশগুলি যেভাবে পরমাণু অস্ত্রের ভাণ্ডার সাজিয়ে তুলছে, তাতে নিমেষে ধ্বংস হয়ে যেতে পারে গোটা দুনিয়া৷ আর তাই পরমাণু সন্ত্রাস রুখতে এবার উদ্যোগ নিল ভারত৷ আজ থেকে দেশে চালু হল তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন৷
বিভিন্ন দেশের প্রায় ১৫০জন প্রতিনিধি অংশ নিচ্ছেন এই সম্মেলনে৷ আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন করবেন বিদেশসচিব এস জয়শঙ্কর৷ গতবছর ওয়াশিংটনে অনুষ্ঠিত নিউক্লিয়ার সিকিওরিটি সামিটেই এই সম্মেলনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সারা বিশ্বের কাছেই পারমাণবিক নিরাপত্তা এই মুহূর্তে একটা বড় প্রশ্ন৷ সেদিক থেকে ভারতের এই উদ্যোগ নিঃসন্দেহে বিশেষ বার্তাবাহী৷ পরমাণু শক্তিকে মানবকল্যাণে কাজে লাগানো, তার অপব্যবহার না করা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা হবে অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে৷
পরমাণু সন্ত্রার রোখার প্রয়াস নেওয়া হয়েছিল ২০০৬ সালে৷ রাশিয়ান ফেডারেশন ও আমেরিকার যৌথ উদ্যোগে তা চালু হয়৷ গত এক দশকে বহু দেশই এই প্রয়াসে অংশ নিয়েছে৷ এবার সম্মেলন আয়োজনের ভার নিয়েছে ভারত৷ এর আগে এনএসজিতে ভারতের প্রবেশ নিয়ে নানা জটিলতা দেখা গিয়েছে৷ তবে ভারত যে পরমাণু সন্ত্রাসের বিরোধী ও নন-প্রলিফারেশনে বিশ্বাসী তা আরও একবার প্রমাণিত হয়ে গেল এই সম্মেলনেই৷ ওবামা প্রশাসনের মতো ট্রাম্পের সরকারও এনএসজিতে ঢোকার ক্ষেত্রে ভারতের পাশেই দাঁড়াবে বলে মনে করা হচ্ছে৷ এই সম্মেলন সেক্ষেত্রে সহায়ক হবেই বলে বিশ্বাস বিশেষজ্ঞদের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.