Advertisement
Advertisement

আগামী ১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন

ভোটগণনা হবে ২০ জুলাই৷

India to elect new President on July 17
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 7, 2017 3:23 pm
  • Updated:June 20, 2022 5:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৪ জুলাই রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে৷ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ হবে ১৭ জুলাই৷ মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি বুধবার সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন৷

[শতাধিক যাত্রী-সহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল আন্দামান সাগরে]

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন৷ মনোনয়ন খতিয়ে দেখা হবে ২৯ জুন৷ প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ পয়লা জুলাই৷ ভোটগণনা হবে ২০ জুলাই৷

Advertisement

ভারতের সবক’টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বিধায়ক, লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সাংসদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক বিধায়ক ও নির্বাচিত সাংসদদের ভোটের মূল্য আলাদা হয়৷

সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানান, রাষ্ট্রপতি বেছে নেওয়ার আগে বিরোধীদের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা থাকছে৷ কয়েকদিন আগেই সোনিয়ার আমন্ত্রণে মধ্যাহ্নভোজের আসরে বসেছিলেন বিরোধীরা৷ রাষ্ট্রপতিকে নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, লালুপ্রসাদ যাদবের মতো নেতারা৷ সেই বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী কোনও বিশেষ নাম নিয়ে আলোচনা হয়নি৷ বিশেষজ্ঞদের ধারণা, এক্ষেত্রে ধরে খেলতে চাইছে বিরোধীরা৷ আগে সরকারপক্ষ নাম ঘোষণা করলে তবে বিরোধীরা নাম জানাবে, এমনটাই মনে করছে অনেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement