শান্তির জন্য শক্তির প্রয়োজন৷
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তির জন্য শক্তির প্রয়োজন৷ তাই দায়িত্বশীল দেশ হিসেবে আগ্রাসনের পথে না হেটে সার্বভৌমত্ব বজায় রাখতে সামরিক শক্তি বাড়িয়ে চলেছে ভারত৷ সম্প্রতি, চিন ও পাকিস্তানের সমরসজ্জায় অশনিসংকেত দেখছে নয়াদিল্লি৷ বেশ কয়েকবার পরমাণু হামলার হুমকিও দিয়েছে পাকিস্তান৷ এছাড়াও দেশের উত্তর-পূর্বাঞ্চলে রয়েছে ‘ড্রাগনে’র চোখ রাঙানি৷ তাই এবার রাজধানী দিল্লি-সহ দেশের মহানগরগুলিকে রক্ষা করতে মোতায়েন করা হবে অভেদ্য ‘মিসাইল ডিফেন্স সিস্টেম’৷ প্রাথমিক ভাবে রাজধানী দিল্লিতে মোতায়েন করা হবে ‘পৃথিবী এয়ার ডিফেন্স’ (পিএডি)৷ তারপর কলকাতা-সহ বাদবাকি মেট্রো শহরেও মোতায়েন করা হবে ওই অস্ত্র৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তান ও চিনের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইল গুলি দিল্লি, মুম্বই-সহ একাধিক মহানগরগুলিতে হামলা চালাতে সক্ষম৷ তাই ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যাবস্থা করছে ভারত৷
সম্প্রতি, দু’বার ইন্টারসেপ্টর মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত৷ ওড়িশা উপকূলে, আবদুল কালাম আইল্যান্ড বা হুইলার আইল্যান্ড থেকে মিসাইলগুলির পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও)৷ শত্রুপক্ষের ছোড়া মিসাইল ধ্বংস করতে বহুস্তরীয় মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি৷ ‘ব্যালিস্টিক মিসাইল শিল্ড’ তৈরি করে সামরিক ক্ষেত্রে আমেরিকা ও রাশিয়ার মত প্রথমসারির দেশগুলির সমকক্ষ জায়গায় পৌঁছে গিয়েছে ভারত। এই ইন্টারসেপ্টর মিসাইলটি শত্রুপক্ষের ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলিকে ভূপৃষ্ঠের ১০০ কিলোমিটার উপরে ধ্বংস করে দিতে সক্ষম।
ইতিমধ্যে ওড়িশা উপকূলের ‘ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ’ থেকে এই সফল উৎক্ষেপণ করা হয়েছে ব্রহ্মস মিসাইলের আরেকটি সংস্করণের৷ এই অত্যাধুনিক সংস্করণটি প্রায় ৪৫০ কিলোমিটার পর্যন্ত নিখুঁত ভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম৷ কয়েকদিন আগেই ‘এরো ইন্ডিয়া ২০১৭’-এ মিসাইলটির কথা জানিয়েছিলেন ডিআরডিও প্রধান, এস ক্রিস্টোফার৷ তিনি জানিয়েছিলেন, ৮০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম ব্রহ্মসের আরেকটি সংস্করণও তৈরি করা হচ্ছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.