Advertisement
Advertisement

Breaking News

২০১৮-র মধ্যে ‘লেজার ওয়াল’ দিয়ে সিল হবে পাক-সীমান্ত

জঙ্গি অনুপ্রবেশ রুখতে ভারত-পাকিস্তান সীমান্ত সিল করার সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের৷

India to completely seal border with Pakistan by 2018: Rajnath Singh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 7, 2016 4:31 pm
  • Updated:October 7, 2016 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি অনুপ্রবেশ রুখতে ভারত-পাকিস্তান সীমান্ত সিল করার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক৷ ইজরায়েল ও ফিলিপিন্স সীমান্তের মতো উঁচু দেওয়াল ও ‘লেজার ওয়াল’ দিয়ে ঘেরা হবে নিয়ন্ত্রণরেখা, আন্তর্জাতিক সীমানা৷ জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে হামলার পর সীমান্তে লাগাতার পাক জঙ্গিদের হামলা ও অনুপ্রবেশ রুখতে সীমান্তবর্তী চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ বৈঠক শেষে তিনি জানান, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে সীমান্ত সিল করা হবে ‘লেজার ওয়াল’ দিয়ে৷ পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবে স্বরাষ্ট্রমন্ত্রক৷ সাপ্তাহিক, মাসিক এবং বার্ষিক হিসাবে এই কাজের গতিবিধির উপর নজর রাখা হবে৷

এদিকে, উৎসবের মরশুমে মেতেছে রাজধানী৷ ক’দিন পরেই নবরাত্রি৷ এর মধ্যেই নাশকতার আতঙ্ক ছড়াল দিল্লিতে৷ দিল্লি পুলিশ সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরে অনুপ্রবেশকারী দুই পাক জঙ্গি দিল্লিতে ঘাঁটি গেড়েছে৷ পুজোর সময়ই বড় রকমের হামলার ছক কষেছে তারা৷ ইতিমধ্যেই রাজধানীর প্রতিটি রাস্তা, জনবহুল এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে৷ সর্বত্র জারি হয়েছে রেড অ্যালার্ট৷ জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে৷ এদিকে এদিন দুপুরে গুজরাতের পোরবন্দরে নৌসেনা ঘাঁটিতে বিস্ফোরণের শব্দে চাঞ্চল্য ছড়িয়েছে৷ পাঠানকোটের মতো কোনও জঙ্গি হামলা হল কি না তা খতিয়ে দেখছে পুলিশ৷ নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, কোনও বিস্ফোরণ নয়, এটি শব্দবাজির আওয়াজ৷

Advertisement

সীমান্ত সিল করার বিষয় নিয়ে জয়সলমেরের বৈঠকে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও পাঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের সঙ্গে আলোচনা করেন রাজনাথ৷ রাজ্যগুলির কোন অংশ দিয়ে পাক জঙ্গিরা এ দেশে ঢুকে পড়ছে তার বিস্তারিত রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে দেবেন মুফতিরা৷ এদিন বৈঠক শেষেই সীমান্তের বেশ কিছু জায়গা কাঁটাতারের পরিবর্তে উঁচু পাঁচিল দিয়ে ঘিরে ফেলার সিদ্ধান্ত নেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ গুজরাত-পাক সীমান্তবর্তী এলাকা ৫০৮ কিলোমিটার, রাজস্থান-পাক সীমানা ১০৩৭ কিলোমিটার, পাঞ্জাব-পাক সীমান্ত রয়েছে ৫৫৩ কিলোমিটারজুড়ে আর জম্মু-কাশ্মীরের সঙ্গে পাকিস্তান সীমান্ত লাগোয়া অঞ্চল ১২২৫ কিলোমিটার৷ এই এলাকায় পাঁচিল দিয়ে জঙ্গি প্রবেশ আটকানো হতে পারে৷ শুক্রবারও নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় জওয়ানদের ছাউনি লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে পাক সেনা৷ পুঞ্চ সেক্টরের মালতায় গ্রামবাসীদের আঘাত করার লক্ষ্যেও তারা গুলি চালায়৷ পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও৷ বৃহস্পতিবারই পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সরাসরি সংঘাতে গিয়ে ভারতে হামলার হুমকি দেন সে দেশের সেনাপ্রধান রাহিল শরিফ৷ ইসলামাবাদের একাংশের মতে, শরিফকে কোণঠাসা করে এখন সর্বশক্তিমান হয়ে উঠছেন রাহিল৷ তাঁর হুমকি, ভারতকে জবাব দেবে পাক সেনা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement