সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিসের নয়াদিল্লি সফরের মূল লক্ষ্যই হতে চলেছে ভারত-মার্কিন সামরিক সমঝোতাকে আরও দৃঢ় করে তোলা। আমেরিকার কাছ থেকে ২২টি আন আর্মড হাই টেক মাল্টি মিশন প্রিডেটর ড্রোন কিনতে চায় ভারত। সামুদ্রিক নজরদারির কাজে এই অত্যাধুনিক ড্রোন ব্যবহৃত হবে৷ ভারত মহাসাগরের উপর অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকবে এই ড্রোনগুলি৷ এরকম অত্যাধুনিক সমরাস্ত্র ভারতীয় সেনাভাণ্ডারে যুক্ত হলে নৌবাহিনী যে আরও কয়েকগুণ শক্তিশালী হবে, সে কথা মানছেন সমর-বিশেষজ্ঞরা৷
হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেন৷ মোদির মার্কিন সফরের আগে ভারতীয় নৌবাহিনী মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে চিঠি লিখে ২২টি প্রিডেটর ড্রোন কিনতে আগ্রহ দেখায়৷ মার্কিন প্রশাসন এখনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও সূত্রের খবর, ভারতের দাবি মেনে ড্রোনগুলি নয়াদিল্লির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও ফেলেছে ওয়াশিংটন৷ ড্রোনগুলি বিক্রির বিষয়টি ব্যক্তিগত স্তরে দেখভাল করছেন মার্কিন প্রতিরক্ষা সচিব। নজরদারির কাজে ব্যবহৃত হওয়া এই গার্ডিয়ান ড্রোনগুলি তৈরি করে জেনারেল অ্যাটোমিক্স৷
প্রসঙ্গত, অত্যাধুনিক শস্ত্রে সজ্জিত এই ড্রোনগুলি মূলত নজরদারির কাজে ব্যবহৃত হয়। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে একে ব্যবহার করে আমেরিকা৷ ভারতের উদ্দেশ্য, জলপথকে আরও নিশ্ছিদ্র রাখতে এগুলি ব্যবহার করার। সীমান্ত নিয়ে হামেশা তৎপর থাকতে হয় ভারতীয় সেনাকে৷ উত্তর-পশ্চিম প্রান্তে পাকিস্তান, উত্তর-পূর্বে চিন প্রায়ই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে৷ এদিকে আবার কাশ্মীরে চলতে থাকা ক্রমাগত অশান্তি চিন্তার ভাঁজ ফেলেছে প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের কপালে৷ এমতবস্থায়, নয়া সশস্ত্র ড্রোনগুলি পাওয়া গেলে ভারতীয় সেনার পাল্লা অনেকটাই ভারী হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.