Advertisement
Advertisement

Breaking News

স্যাটেলাইট

মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করল ভারত, সফল উৎক্ষেপণ ‘এ স্যাট’ মিসাইলের   

জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর৷

India tests anti-satellite weapon , said PM Narendra Modi

প্রতীকী ছবি।

Published by: Monishankar Choudhury
  • Posted:March 27, 2019 12:35 pm
  • Updated:August 3, 2019 7:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সাফল্য পেল ভারত৷ বুধবার ‘অ্যান্টি-স্যাটেলাইট’ ক্ষেপণাস্ত্র বা কৃত্রিম উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত৷ এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ 

প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভূপৃষ্ঠ থেকে ৩০০ কিলোমিটার উচ্চতায় একটি লাইভ লো অরবিট স্যাটেলাইটকে নিশানা করে ‘এ স্যাট’ মিসাইল৷  এই অভিযানের নাম ‘মিশন শক্তি’৷ এই অভিযানে নেতৃত্ব দেয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও৷ এখনও পর্যন্ত আমেরিকা, রাশিয়া ও চিনের কাছে এই প্রযুক্তি রয়েছে৷  এবার চতুর্থ দেশ হিসেবে এই প্রযুক্তি হস্তগত করল ভারত৷ এর ফলে মহাকাশযুদ্ধে অপ্রতিরোধ্য হয়ে উঠবে দেশ৷ এদিন প্রধানমন্ত্রী বলেন, “এবার জল, স্থলের সঙ্গে মহাকাশেও নিজের স্বার্থ রক্ষা করতে পূর্ণ সক্ষম ভারত৷”

Advertisement

[আরও পড়ুন: অরুণাচল নেই, ৩০ হাজার মানচিত্র পোড়াল ক্ষুব্ধ চিন]

যদিও প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, শুধুমাত্র আত্মরক্ষার জন্যই এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত৷ কোনওভাবেই আগ্রাসন চালানোর বা কোনও পড়শি দেশকে হুমকি দেওয়া ভারতের উদ্দেশ্য নয়৷ এই উৎক্ষেপণে কোনও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়নি৷ 

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, আমেরিকা, রাশিয়া ও চিন ছাড়া এহেন জটিল প্রযুক্তি আর কোনও দেশ আয়ত্তে আনতে পারেনি৷ যান চলাচল থেকে শুরু করে, আবহাওয়ার বার্তা ও যোগাযোগ ব্যবস্থা আজ স্যাটেলাইটের উপর নির্ভরশীল৷  এছাড়াও শত্রু দেশের গতিবিধির উপর নজর রাখতে সেনাবাহিনী ব্যবহার করে কৃত্রিম উপগ্রহ৷ এহেন পরিস্থিতিতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইল ছুঁড়ে শত্রুর যোগাযোগ ব্যবস্থা ও যান চলাচল ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত করে দেওয়া সম্ভব৷ এক আঘাতেই কার্যত অচল হয়ে পড়বে শত্রু সেনা৷  ফলে ‘এ স্যাট’ মিসাইল হাতে আসায় পাকিস্তান ও চিনকে কার্যত ব্যাকফুটে ঠেলে দিয়েছে ভারত। 

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement