Advertisement
Advertisement
India Palestine

‘স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন প্রতিষ্ঠাকে সমর্থন করে ভারত’, বার্তা কেন্দ্রের

যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রথমবার বিবৃতি ভারতের।

India supports establishment of independent Palestine, says foreign ministry | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 13, 2023 11:05 am
  • Updated:October 13, 2023 1:52 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: ভারত (India) প্যালেস্টাইনের (Palestine) সার্বভৌম, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে। ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই প্যালেস্তাইন নিয়ে প্রথমবার মুখ খুলল নয়াদিল্লি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “আমাদের নীতি দীর্ঘস্থায়ী এবং সামঞ্জস্যপূর্ণ। ভারত সর্বদা প্যালেস্টাইনের একটি সার্বভৌম, স্বাধীন এবং কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সরাসরি আলোচনা শুরু করার পক্ষে। তারা যাতে নিরাপদ এবং স্বীকৃত সীমান্তের মধ্যে বসবাস করে, ইজরায়েলের সঙ্গে শান্তিতে পাশাপাশি থাকে। ভারতের এই অবস্থান একই রয়েছে।”

[আরও পড়ুন: বিশ্ব ক্ষুধা সূচকে আরও নামল ভারত! কেন্দ্রকে তোপ বিরোধীদের]

গত ৭ অক্টোবর প্যালেস্টাইনের হামাস গোষ্ঠী ইজরায়েলে রকেট হামলা চালানোর পর এই ইস্যুতে ভারতের পক্ষ থেকে এটাই প্রথম বিবৃতি, যা কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুবার ইজরায়েল-হামাস সংঘাত নিয়ে মুখ খুলেছেন। দুবারই তিনি ইজরায়েলে হামাসের জঙ্গি হামলার নিন্দা করেছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে তিনি এই কঠিন সময়ে ইজরায়েলের প্রতি সমর্থনের বার্তাও দিয়েছিলেন।

Advertisement

তারপর থেকেই প্যালেস্টাইন নিয়ে মোদি সরকারের অবস্থান ঠিক কী, তা নিয়ে রাজনৈতিকমহলের পাশাপাশি কূটনৈতিকমহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। তাতেই শেষ পর্যন্ত প্যালেস্টাইন নিয়ে বিদেশ মন্ত্রক মুখ খুলল বলেই মনে করছে কূটনৈতিকমহলের একাংশ।

[আরও পড়ুন: ‘এমন পরিস্থিতি কোনও দিন দেখিনি’, ইজরায়েল থেকে ফিরে স্বস্তির নিঃশ্বাস ভারতীয়দের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement