Advertisement
Advertisement

ইন্টারসেপ্টর মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত

শত্রুপক্ষের ছোড়া মিসাইল ধ্বংশে করতে বহুস্তরীয় মিসাইল ডিফেন্স সিস্টেম বানাচ্ছে ভারত৷

India successfully test fires interceptor missile off Odisha coast

শত্রুপক্ষের ছোড়া মিসাইল ধ্বংশে করতে বহুস্তরীয় মিসাইল ডিফেন্স সিস্টেম বানাচ্ছে ভারত৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 1, 2017 2:37 pm
  • Updated:March 1, 2017 2:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিরক্ষা ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে বুধবার, ইন্টারসেপ্টর মিসাইলের দ্বিতীয় সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত৷ এদিন ওড়িশা উপকূলে, আবদুল কালাম আইল্যান্ড বা হুইলার আইল্যান্ড থেকে মিসাইলটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও)৷ শত্রুপক্ষের ছোড়া মিসাইল ধ্বংস করতে বহুস্তরীয় মিসাইল ডিফেন্স সিস্টেম বানাচ্ছে ভারত৷ এদিনের সফল পরীক্ষার পর সে পথে আরও একধাপ এগিয়ে গেল দেশ৷ ডিআরডিও সূত্রে খবর, ধেয়ে আসা একটি পৃথিবী ক্ষেপণাস্ত্র সফলভাবে মাঝআকাশে ধ্বংস করে ইন্টারসেপ্টর মিসাইলটি৷

নয়া চুক্তিতে ১২টি মাইন বিধ্বংসী জাহাজ আসছে ভারতের হাতে

চিন ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরমাণু অস্ত্র ভাণ্ডারে উদ্বিগ্ন ভারত। পারমানবিক বোমা বহনে সক্ষম চিনের দংফেং ও পাকিস্তানের বাবর মিসাইলের জবাব দেবে ভারতের এই ক্ষেপণাস্ত্রটি। ইতিমধ্যে, ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে চিনের আগ্রাসী মনোভাব। তাই এবার ভারতীয় সেনাকে অত্যাধুনিক মারণাস্ত্রে সাজিয়ে তুলছে কেন্দ্র সরকার।

Advertisement

রামজস ইস্যুতে ২ সদস্যকে সাসপেন্ড করল এবিভিপি

পুরনো ১ টাকার নোট আছে? তাহলেই পকেটে আসতে পারে ১ লক্ষ টাকা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement