Advertisement
Advertisement

Breaking News

চিন-পাকিস্তানের ঘুম উড়িয়ে পৃথ্বী মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের

দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই মিসাইল৷

India successfully conducts interceptor missile test at night
Published by: Kumaresh Halder
  • Posted:September 24, 2018 12:33 pm
  • Updated:September 24, 2018 1:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন-পাকিস্তানের ঘুম উড়িয়ে গভীররাতে শক্তি পরীক্ষা করল ভারত৷ ওড়িশা উপকূল থেকে পৃথ্বী মিসাইলের সফল উৎক্ষেপণ করা হল৷ প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, দুই স্তর বিশিষ্ট ব্যালিস্টিক মিসাইলটি ৫০ কিলোমিটার মহাশূন্যে ভেসে যেকোনও লক্ষ্যে আঘাত আনতে সক্ষম৷ শনিবার রাতে ওড়িশার চাঁদিপুরের আবদুল কালাম ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সফল উৎক্ষেপণ করা হয় মিসাইলটি৷ দেশীয় প্রযুক্তিতে তৈরি দ্বিস্তর বিশিষ্ট মাঝারি পাল্লার মিসাইলটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়৷

[মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, আটকে বহু পর্যটক]

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) বিজ্ঞানীরা জানান, বায়ুমণ্ডলের ৫০ কিলোমিটারেরও বেশি উচ্চতায় পৌঁছে গিয়ে মিসাইলটি লক্ষ্যমাত্রায় আঘাত আনতে সক্ষম৷ ডিআরডিও সূত্রে খবর, মিসাইলটি স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে৷ শুধু আঘাত হানাই নয়, শত্রুপক্ষের কোনও মিসাইলকেও নিস্ক্রিয় করতে পারে মিসাইলটি৷ বিশেষ কমপিউটারের নেটওয়ার্কের মাধ্যমে গোটা প্রক্রিয়াটি নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে৷ এছাড়াও বিশেষ ব়্যাডার প্রযুক্তির মাধ্যমেও তা নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও জানানো হয়েছে৷ ব়্যাডার থেকে পাওয়া তথ্যের সাহায্যে প্রয়োজনে ব্যালিস্টিক মিসাইলের গতিপথ মুহূর্তেই বদলে দেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে৷ রিডান্ড্যান্ট মাইক্রো ন্যাভিগেশন সিস্টেমের মাধ্যমে গোটা প্রক্রিয়াটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও সংবাদ সংস্থা সূত্রে খবর৷

Advertisement

[৯০ টাকা ছাড়াল পেট্রলের দাম, ঊর্ধ্বমুখী ডিজেলও]

এর আগে ব্যালেস্টিক মিসাইল অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ করা হয়েছিল৷ ৫০০০ কিলোমিটার দূরত্বে শত্রুকে ঘায়েল করতে সক্ষম এই মিসাইল৷ ফলে এই রেঞ্জের মধ্যে অতি সহজেই চলে আসছে চিন ও পাকিস্তানের অনেকটা অংশ৷ ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভলপমেন্ট প্রোগ্রামের অন্তর্গত অগ্নি-৫ শেষ পরীক্ষা করা হয় চলতি বছরের জানুয়ারি মাসে৷ তবে মিসাইলটি তৈরির সময়ও বহুবার পরীক্ষা করা হয়েছে৷ তখনও প্রতিটি পরীক্ষা সফল হয়েছিল৷

[‘মোদিকে হারাতে আন্তর্জাতিক জোট করছে কংগ্রেস, পাকিস্তানের ভাষা বলছেন রাহুল’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement