সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে প্রত্যাঘাত করল ভারতীয় সেনা৷ আগে থেকেই সেনাবাহিনীর কাছে খবর ছিল, LOC’র কাছে লঞ্চপ্যাডে একত্রিত হয়েছে জঙ্গিরা৷ নিরাপত্তার স্বার্থেই কৌশলী হামলা চালিয়েছে সেনা৷ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন ভারতীয় সেনার ডিজিএমও রণবীর সিং৷
হামলায় বেশ কিছু জঙ্গির মৃত্যু হয়েছে৷ উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র ও জিপিএস সিস্টেম৷ অস্ত্রগুলিতে পাক চিহ্ন বর্তমান বলে এদিন দাবি করেছেন ডিজিএমও৷ তিনি বলেন পাকিস্তান যদি চায়, তাহলে নিহত জঙ্গিদের DNA-এর নমুনা পাক সেনার হাতে তুলে দিতে রাজি ভারতীয় সেনা৷ যাতে তাঁরা বুঝতে পারে সন্ত্রাসের জন্য তাঁদের দেশের মাটিই ব্যবহার করছে জঙ্গিরা৷
চলতি বছরে উরি হামলা মিলিয়ে মোট ২০ বার অনুপ্রবেশের চেষ্টা করেছে জঙ্গিরা৷ প্রত্যেকবারই তাদের যোগ্য উত্তর দিয়েছে ভারতীয় সেনা৷ এদিন রণবীর সিং জানান, ২০০৪ সালে ভারতকে পাক মাটিতে জঙ্গি দমনের আশ্বাস দিয়েছিল পাকিস্তান৷ কিন্তু সেই কথা রাখেনি পাকিস্তান৷ পুঞ্চ, উরির মতো হামলাই তার প্রমাণ৷ সেই কারণেই এই কৌশলী হামলা চালিয়েছে ভারত৷ ভবিষ্যতে প্রয়োজনে যে এভাবেই জঙ্গি নিধন করা হবে, সেই বিষয়েও এদিন ইঙ্গিত দেন ডিজিএমও৷
এদিন সকালেই মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক পর্ষদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পুরো বিষয়টি বিস্তারিত জানানো হয় তাঁকে৷ তারপরই এই সাংবাদিক বৈঠকে সামিল হন সেনা আধিকারিক৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.